স্টাফ রির্পোটার : মহিলা কমপ্লেক্স মাঠে সকাল নয়টায় এম কে একাদশ বনাম নওদাপাড়া ক্রিকেট একাডেমি প্রতিদন্দিতা করে। নওদাপাড়া ক্রিকেট একাডেমি টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারের ১৩.১ ওভারে ১০ উইকেটে ৬১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ হামজা ১৪ বলে ১৭ এবং সাজিদ ৯ বলে ১৩ রান সংগ্রহ করে। অতিরিক্ত ১৬ রান। বিপক্ষ দলের আরিফ বিল্লাহ ৩ রানে ৩টি এবং জসিম ৬ রানে ৩টি করে উইকেট লাভ করে। জবাবে এম কে একাদশ ১০.৪ ওভারে ২ উইকেটে ৬২ রান সংগ্রহ করে। অতিরিক্ত ৪ রান। দলের পক্ষে ওয়ালিদ ৩২ বলে ৩৭ এবং মাহিম ২৮ বলে ১৯ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের শামিম ৩ রানে ১টি রানা শোভন ৯ রানে ১টি করে উইকেট লাভ করে।
ফলাফল : এম কে একাদশ ৮ উইকেটে জয়লাভ করে ।
দিনের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয় দুপুর ১২টায় এতে প্রতিদন্দিতা করে সান রাইজ বয়েজ বনাম এন এ বি ফাইটার্স। সান রাইজ বয়েজ টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। এন এ বি ফাইটাস নির্ধারিত ২০ ওভারের ১৬.৫ ওভারে ১০ উইকেটে ৬৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ সাফাকাত ৩৯ বলে ৩৬ রান সংগ্রহ করে। অতিরিক্ত ১৪ রান। বিপক্ষ দলের অভি ৭ রানে ২টি গোপাল ১১ রানে ২টি করে উইকেট সংগ্রহ করে। জবাবে সান রাইজ বয়েজ ১২.২ ওভারে ১ উইকেট ৬৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ফরিদ ৩১ বলে ৪০ রান গোপাল ২৫ বলে ১৭ রানে সংগ্রহ করে। অতিরিক্ত ৮ রান। বিপক্ষ দলের অনিক ১২ রানে ১টি উইকেট লাভ করে।
ফলাফল : সান রাইজ বয়েজ ৯ উইকেটে জয়লাভ করে।
রাজশাহী ডিভিশন স্টেডিয়াম মাঠে সকাল নয়টায় মোসলেম উদ্দিন স্মৃতি একাদশ বনাম সন্দিপ ক্রিকেট একাডেমি প্রতিদন্দিতা করে। মোসলেম উদ্দিন স্মৃতি একাদশ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ০৭ উইকেটে ১০১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ রাজা ৩৯ বলে ৩৫ এবং আহাদ ১৮ বলে ১৮ রান সংগ্রহ করে। অতিরিক্ত ৪ রান। বিপক্ষ দলের চাঁদ ৯ রানে ২টি এবং সজল ২১ রানে ২টি করে উইকেট লাভ করে। জবাবে সন্দিপ ক্রিকেট একাডেমি ১৮.৪ ওভারে ১০ উইকেটে ৮২ রান সংগ্রহ করে। অতিরিক্ত ৬ রান। দলের পক্ষে ইমন ৪০ বলে ৩৯ এবং চাঁদ ১৬ বলে ১৯ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের রাজা ১৮ রানে ৪টি এবং রাশেদ ১৩ রানে ২টি উইকেট লাভ করে।
ফলাফল: মোসলেম উদ্দিন স্মৃতি একাদশ ১৯ রানে জয়লাভ করে।
দিনের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয় দুপুর ১২টায় এতে প্রতিদন্দিতা করে ভিক্টোরি ক্লাব বনাম চিনিকম একাদশ,বগুড়া। ভিক্টোরি ক্লাব টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ সাগর ৫০ বলে ৬৬ এবং জাকারিয়া ১৯ বলে ৩৫ রান সংগ্রহ করে। অতিরিক্ত ১৯ রান। বিপক্ষ দলের ইমরান ৩২ রানে ২টি আল-আমিন ৩৩ রানে ১টি করে উইকেট সংগ্রহ করে। জবাবে চিনিকম একাদশ,বগুড়া ২০ ওভারে ৭ উইকেট ১৫৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ সনজয় ৩৮ বলে ৪১ রান আল-আমিন ৩১ বলে ২৫ রান সংগ্রহ করে। অতিরিক্ত ০। বিপক্ষ দলের রাজা ১৮ রানে ৩টি এবং সাকিব ২৯ রানে ২টি উইকেট লাভ করে।
ফলাফল : ভিক্টোরি ক্লাব ২২ রানে জয়লাভ করে।