নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। দুপুর ২:৪৯। ২৯ সেপ্টেম্বর, ২০২৫।

খাগড়াছড়িতে ধর্ষণের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

সেপ্টেম্বর ২৮, ২০২৫ ১১:২৮
Link Copied!

রাবি প্রতিনিধি : খাগড়াছড়িতে এক জুম্ম শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ ও তার প্রতিবাদে অবরোধ চলাকালে হামলা এবং অগ্নিসংযোগের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পাহাড়ি শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। রোববার বিকাল ৫টায় বুদ্ধিজীবী চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা পদক্ষিণ করে। এরপর প্যারিস রোডে সমাবেশ হয়।

আরও পড়ুনঃ  টঙ্গীতে অগ্নিকাণ্ডে আরও একজনের মৃত্যু

সমাবেশে বক্তারা বলেন, দেশে যদি বিচারহীনতার সংস্কৃতি না থাকত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করত, তাহলে শিক্ষার্থীদের এখন এখানে দাঁড়াতে হতো না। তারা অভিযোগ করেন, রাষ্ট্রের প্রশ্রয়েই এই দেশে নতুন নতুন ধর্ষক জন্ম নিচ্ছে।

আরও পড়ুনঃ  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি চলছে

শিক্ষার্থীরা বলেন, এই সংকট শুধুমাত্র পাহাড়ে নয়, পুরো বাংলাদেশে বিরাজ করছে। সমাজকে নিরাপদ করার জন্য ও পাহাড়ের অস্থিরতা বন্ধ করার জন্য অন্তবর্তী সরকারের কাছে আহ্বান জানান তারা। মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন- শামীন ত্রিপুরা, উজ্জ্বল, বিভা চাকমা প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।