নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। সকাল ১০:৫৪। ৯ জুলাই, ২০২৫।

গাজাবাসীকে জোরপূর্বক অন্যত্র সরানোর ব্যাপারে ট্রাম্প-নেতানিয়াহুর আলোচনা

জুলাই ৮, ২০২৫ ৮:৩৫
Link Copied!

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এতে গাজাবাসীকে জোরপূর্বক অন্যত্র সরানোর ব্যাপারে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

স্থানীয় সময় সোমবার (৭ জুলাই) রাতে হোয়াইট হাউজের ব্লু রুমে নৈশভোজে বসে বৈঠক করেন তারা। এতে গাজায় ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি নিয়েও আলোচনা হয় তাদের।

ইসরায়েল ফিলিস্তিনিদের ‘ভালো ভবিষ্যৎ’ দেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু বলেন, “যদি গাজার মানুষ এখানে থাকতে চায়, থাকতে পারবে। কিন্তু তারা যদি গাজা ছাড়তে চায়, তাহলে তাদের ছাড়তে দেওয়া উচিত। উপত্যকাটি কোনো কারাগার নয়, এটি হওয়া উচিত উন্মুক্ত স্থান এবং সবাইকে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিতে হবে।”

আরও পড়ুনঃ  ‘তারা মনে করে— আমি খারাপ মেয়ে, এটা ডিজার্ভ করি’

এই দখলদার আরও বলেন, “(যেসব দেশ গাজাবাসীকে নিতে আগ্রহী) আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে খুবই নিবিড়ভাবে সেসব দেশকে খুঁজে বের করতে কাজ করছি। এই দেশগুলো সবসময় বলে তারা ফিলিস্তিনিদের ভালো ভবিষ্যৎ দিতে চায়। আমি মনে করি এমন দেশ খুঁজে পাওয়ার খুব কাছে আমি আমরা।”

আরও পড়ুনঃ  প্রেমের টানে নওগাঁয় মালয়েশিয়ান তরুণী

চলতি বছরের শুরুতে ট্রাম্প প্রথম গাজাবাসীকে অন্য দেশে স্থানান্তরের কথা বলেন। তিনি গাজাকে মধ্যপ্রাচ্যের রিভেরা বানাবেন এমন কথাও বলেন। যা মধ্যপ্রাচ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল

ট্রাম্প দাবি করেছেন, গাজার আশপাশের দেশগুলো তাদের এ ব্যাপারে অনেক সহযোগিতা করছে। ট্রাম্প বলেন, “তো ভালো কিছু হবে।”

এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলো বলেছে তারা ফিলিস্তিনিদের কখনো এভাবে গ্রহণ করবে না।

সূত্র: আলজাজিরা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।