অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি আজ শুক্রবার গাজা সফর করবেন বলে জানা গেছে।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তারা ত্রাণ বিতরণের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের বাসিন্দাদের সঙ্গে দেখা করবেন।
হোয়াইট হাউস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন, শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিশেষ দূত উইটকফ এবং রাষ্ট্রদূত হাকাবি বর্তমান (ত্রাণ) বিতরণ স্থানগুলো পরিদর্শন করতে এবং আরো খাদ্য সরবরাহের পরিকল্পনা নিশ্চিত করতে গাজায় সফর করবেন এবং স্থানীয় গাজার বাসিন্দাদের সঙ্গে দেখা করে এই ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে অবগত হবেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।