নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ৪:৫৫। ২৫ মে, ২০২৫।

গাজা সংঘাতের ‘নিষ্ঠুরতম অধ্যায়ের’ নিন্দায় জাতিসংঘ প্রধান

মে ২৪, ২০২৫ ১:১৩
Link Copied!

অনলাইন ডেস্ক : জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার বলেছেন, ইসরাইলের সামরিক আক্রমণ বৃদ্ধির সাথে সাথে গাজার ফিলিস্তিনিরা এই নিষ্ঠুরতম সংঘাতের ‘চরমতম পর্যায়’ সহ্য করছে।

গুতেরেসের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে জাতিসংঘ থেকে এএফপি জানায়, ‘প্রায় ৮০ দিন ধরে, ইসরাইল জীবন রক্ষাকারী আন্তর্জাতিক সাহায্যের প্রবেশ বন্ধ করে দিয়েছে।’ ‘গাজার সমগ্র জনগণ দুর্ভিক্ষের ঝুঁকির মুখোমুখি হচ্ছে।’

আরও পড়ুনঃ  পুতিন আলোচনার প্রতিশ্রুতি দিলেও ইউক্রেনে যুদ্ধবিরতি নয় : ট্রাম্প

‘ইসরাইলি সামরিক আক্রমণ ভয়াবহ মাত্রায় মৃত্যু ও ধ্বংসযজ্ঞ নিয়ে তীব্রতর হচ্ছে।’

ইসরাইল ১৮ মার্চ গাজায় বড় ধরনের অভিযান পুনরায় শুরু করে, দুই মাসের যুদ্ধবিরতির অবসান ঘটায়।

খাদ্য ও ওষুধের তীব্র ঘাটতি ও ইসরাইলি অবরোধের নিন্দার মধ্যে, এই সপ্তাহে দুই মাসেরও বেশি সময় পর প্রথমবারের মতো গাজা উপত্যকায় সাহায্য আসতে শুরু করেছে।

আরও পড়ুনঃ  সৌম্যকে মুক্তি দিয়ে সর্বোচ্চ ডাকের রেকর্ড সাকিবের

কিন্তু গুতেরেস সতর্ক করে দেন যে কেরেম শালোম ক্রসিং দিয়ে গাজায় প্রবেশের জন্য প্রায় ৪০০ ট্রাক ছাড়পত্র পাওয়ার পর, মাত্র ১১৫টি ট্রাক থেকে সরবরাহ সংগ্রহ করা সম্ভব হয়েছে।

আরও পড়ুনঃ  তানোরে লালপুর উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে রহস্য জনক আগুন

‘চাহিদা বিশাল তবে বাধাগুলো বিস্ময়কর।’ ‘আমরা যে পণ্য বিতরণ করি অপ্রয়োজনীয় বিলম্ব প্রক্রিয়াসহ তার উপর কঠোর কোটা আরোপ করা হচ্ছে।’

গুতেরেস আরও বলেন, ‘আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে ইসরাইলের স্পষ্ট বাধ্যবাধকতা রয়েছে।’ ‘দখলদার শক্তি হিসেবে, প্রয়োজনীয় সাহায্যের অনুমতি ও সুবিধা প্রদানে তাদের সম্মত হতে হবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।