নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ৮:৫৪। ১৬ জুলাই, ২০২৫।

গানের মঞ্চ ছেড়ে পরিচালকের আসনে অরিজিৎ

জুলাই ১৫, ২০২৫ ১০:৪৭
Link Copied!

অনলাইন ডেস্ক : কণ্ঠের জাদুতে কোটি মানুষের মন জয় করেছেন, এবার ক্যামেরার পেছনেও সেই জাদু দেখানোর অপেক্ষায় কিংবদন্তী সংগীতশিল্পী অরিজিৎ সিং। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন।

তার প্রথম চলচ্চিত্রটি একটি ভিন্নধর্মী জঙ্গল অ্যাডভেঞ্চার হতে চলেছে, যা প্যান-ইন্ডিয়া মুক্তি পাবে বলে জানা গেছে। দীর্ঘদিন ধরেই পরিচালনার ইচ্ছা ছিল অরিজিতের। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে।

আরও পড়ুনঃ  মুকসুদপুরে নিখোঁজের তিনদিন পর নৈশ প্রহরীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

প্রতিবেদনে আরও বলা হয়, এই ছবির গল্প তিনি তার স্ত্রী কোয়েল সিংয়ের সঙ্গে যৌথভাবে লিখেছেন। মহাবীর জৈন ফিল্মস ও আলোকদ্যুতি ফিল্মস ছবিটি প্রযোজনা করছে, এবং সহ-প্রযোজনায় থাকছে গড ব্লেস এন্টারটেনমেন্ট। ছবিতে প্রকৃতি ও মানুষের এক নিবিড় মেলবন্ধন ফুটিয়ে তোলা হবে।

সিনেমা বিশ্লেষক তরণ আদর্শ তার সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ সিংয়ের এই নতুন উদ্যোগের খবরটি নিশ্চিত করেছেন। ২০২৫ সালের শেষের দিকে ছবির শুটিং শুরু হবে। অ্যাডভেঞ্চারের পাশাপাশি এই ছবিতে অ্যাকশনেরও ছোঁয়া থাকবে বলে জানা গেছে, এবং ছবির চিত্রনাট্য ইতোমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে।

আরও পড়ুনঃ  প্রাথমিক চিকিৎসা বিষয়ে ৩০ পুলিশ সদস্যের প্রশিক্ষণ

এর আগে অরিজিৎ বহু মিউজিক ভিডিও পরিচালনা করলেও, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনার অভিজ্ঞতা তার এটাই প্রথম। তার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সংগীতশিল্পী হিসেবে যেমন তিনি নিজের একটি স্বতন্ত্র ধারা তৈরি করেছেন, পরিচালক হিসেবেও তিনি তেমন নতুন কিছু নিয়ে আসেন কিনা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।