নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। সকাল ১১:২৯। ২ জুলাই, ২০২৫।

গোটা জাতি লন্ডনের দিকে তাকিয়ে, আলোচনার মাধ্যমে নির্বাচনের তারিখ নিয়ে সিদ্ধান্ত: রিজভী

জুন ১১, ২০২৫ ৫:০৪
Link Copied!

অনলাইন ডেস্ক : গোটা জাতি লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকের দিকে তাকিয়ে আছে। বিশ্বাস করি এটি হবে ঐতিহাসিক বৈঠক। আলোচনার মাধ্যমেই নির্বাচনের তারিখ নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

বুধবার (১১ জুন) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আরও পড়ুনঃ  আলোচনা চাইলে যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার চিন্তা বাদ দিতে হবে

তিনি বলেন, বিএনপি ডিসেম্বরে নির্বাচনের যৌক্তিকতা অনেকবার তুলে ধরেছে। এ সময়, গণতন্ত্র যেন আর কোনও ফ্যাসিবাদী শক্তি দ্বারা আক্রান্ত না হয়, সে ব্যাপারে সতর্ক করেন তিনি। বৈঠকটির পর রাজনীতিতে সুবাতাস বইবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই বিএনপি নেতা। সেইসাথে, যৌক্তিক সময়ে নির্বাচন হবে বলেও প্রত্যাশা তার।

অপরদিকে, ভারতীয় পুশ ইনের বিষয়ে বলেন, দেশের লোককে বিদেশি বানিয়ে ভারত বাংলাদেশে পুশ ইন করে চলছে। এর প্রতিবাদের পাশাপাশি প্রতিরোধও করবে বাংলাদেশ।

আরও পড়ুনঃ  রাসিকের ২০২৫-২৬ অর্থবছরের ৮০৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন

মতবিনিময় সভায়, করোনা থেকে সুরক্ষার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা উল্লেখযোগ্য নয় বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ডেঙ্গুও মারাত্মক রূপ নিয়েছে। জনস্বাস্থ্য এখন হুমকির মুখে।

এ সময়, করোনা ও ডেঙ্গু মোকাবেলায় সরকারের অবহেলা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সেইসাথে, সরকারকে দ্রুত করণীয় নির্ধারণ করে প্রস্তুতি নেয়ার আহ্বানও জানান বিএনপির এই সিনিয়র নেতা।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।