নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। দুপুর ২:১৩। ১৪ আগস্ট, ২০২৫।

গোদাগাড়ীতে ভিক্ষুক পুনর্বাসন ও প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ বিতরণ

আগস্ট ১৩, ২০২৫ ৫:২৬
Link Copied!

স্টাফ রিপোর্টার : গোদাগাড়ীতে বিকল্প কর্মসংস্থান প্রকল্পের আওতায় ভিক্ষুক পুনর্বাসন ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ।

বুধবার সকালে গোদাগাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান প্রকল্পের আওতায় ভিক্ষুকদের বিকল্প আয়ের সুযোগ করে দিতেই ছাগল প্রদান করা হয়েছে।

উপজেলা পরিষদ প্রাঙ্গণে বুধবার উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ,বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) শামসুল হক, ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মানিক ।

আরও পড়ুনঃ  অশ্লীল মেসেজের স্ক্রিনশট ফাঁস করলেন প্রসূন আজাদ

উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ভিক্ষুকেরা যাতে ভিক্ষাবৃত্তি ছেড়ে বিকল্প কর্মসংস্থান পান, এ জন্য ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় নানাভাবে তাঁদের সহায়তা দেওয়া হচ্ছে। আজ ২৩ জনকে একটি করে ছাগল দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  নিজের প্রয়োজনে বাঁচতে শিখেছি : ঋতাভরী

এছাড়াও অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ হিসেবে ৪১ টি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

ফায়সাল আহমেদ বলেন, সহায়ক উপকরণ বিতরণের প্রধান উদ্দেশ্য হল প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল স্রোতে একীভূত করা এবং তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে সহজ করা। এই উপকরণগুলি তাদের স্বাধীনতা ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে।

আরও পড়ুনঃ  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতির মূলহোতা গ্রেপ্তার

এই ধরনের কার্যক্রম শুধুমাত্র উপকরণ বিতরণ করে না, বরং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করতেও সাহায্য করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।