নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। দুপুর ১:৫১। ১৪ আগস্ট, ২০২৫।

গোদাগাড়ীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আগস্ট ১৩, ২০২৫ ৫:৪৪
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন আইহাইরাহি ঝিরকুপাড়া এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল। মঙ্গলবার রাত পৌনে ১০টায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর বোয়ালমারী আমিনপাড়া এলাকার বাসিন্দা মেহেদী হাসান (২৩) এবং একই থানার মোহনপুর এলাকার বাসিন্দা মো. মাহফুজুর রহমান (২৫)।

আরও পড়ুনঃ  নেতাকর্মীদের প্রতি ছাত্রদলের জরুরি নির্দেশনা

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ঝিরকুপাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে হেরোইন এনে ক্রয়-বিক্রয়ের জন্য অপেক্ষা করছে। পরে র‌্যাবের গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং মঙ্গলবার রাত পৌনে ১০টায় ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  আগামী নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রস্তুতি নিচ্ছে পুলিশ : আইজিপি

এসময় তাদের কাছ থেকে ২১৫ গ্রাম হেরোইন, দুটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামিদ্বয় দীর্ঘদিন ধরে গোদাগাড়ী উপজেলার চরের সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে হেরোইন সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা আকারে বিক্রি করে আসছিল। তারা স্থানীয় সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী।

আরও পড়ুনঃ  বিশ্বকাপের আগে ৬ ম্যাচ খেলবে ব্রাজিল, কবে কার সঙ্গে ম্যাচ

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।