গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী মা ছেলে নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধা ৬টার দিকে গোদাগাড়ী-নাচোল সড়কের জটাবটতলা স্থানে দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থালে ছেলে মাসুদ(২৪) হাসপাতালে যাওয়ার পথে মা মাসুদা (৫৫) মারা যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, গোদাগাড়ী পৌর এলাকার সুলতানগঞ্জ গাঙ্গোবাড়ীর শাহ আলমের স্ত্রী মাসুদা ও ছেলে মাসুদ মোটর সাইকেল যোগে গোদাগাড়ীর দিকে আসছিল। এ সময় নাচোলগামী ট্রাক সরাসরি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। নিহত মাসুদ ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইঞ্জিনিয়ার শেষ বর্ষের ছাত্র ছিল।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) খাইরুল ইসলাম বলেন,নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়। ট্রাকটি আটক করা হয়েছে।
3