নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১১:১৭। ৫ নভেম্বর, ২০২৫।

চাঁদের দ্রুত বিচারের দাবিতে রুয়েটে মানববন্ধন

মে ২৭, ২০২৩ ৮:২৫
Link Copied!

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার মামলায় গ্রেপ্তার রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার দুপুরে রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রধান ফটকে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে রুয়েট শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ, রুয়েট শাখা ছাত্রলীগ, কর্মচারী সমিতি, স্বাধীনতা কর্মচারী পরিষদের সদস্যসহ রুয়েটের সাধারণ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন রুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ফারুক হোসেন। তারা দ্রুত সময়ের মধ্যে বিএনপি নেতা চাঁদের মামলার বিচার শেষ করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন- শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলী হোসেন, বঙ্গবন্ধু পরিষদের রুয়েট শাখার সভাপতি অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. কামরুজ্জামন রিপন, কর্মকর্তা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. রোকনুজ্জামান রোকন, রুয়েট ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ইসফাক ইয়াসশির ইপু, কর্মকর্তা সমিতির কার্যনির্বাহী সদস্য প্রকৌশলী মো. নাঈম রহমান নিবিড়, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ নেতা প্রকৌশলী মো. মামুন অর রশিদ, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন শুভ, স্বাধীনতা কর্মচারী পরিষদ নেতা রাজেদুল হাসান রাজ প্রমুখ। মানববন্ধন সঞ্চালনা করেন কর্মকর্তা সমিতির দপ্তর সম্পাদক প্রকৌশলী মো. রাইসুল ইসলাম রোজ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।