নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ১০:৪১। ৩ আগস্ট, ২০২৫।

চাঁপাইনবাবগঞ্জে জুলাইয়ের মায়েরা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আগস্ট ২, ২০২৫ ৭:৩৬
Link Copied!

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ : জুলাই পূর্ণজাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ উদযাপন উপলক্ষে জুলাইয়ের মায়েরা শীর্ষক অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

শনিবার (২ আগষ্ট) সকাল ১০টায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে, জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে, জেলা প্রশাসক মো: আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এ,এন,এম,ওয়াসিম ফিরোজ, জেলা সমাজসেবা উপ-পরিচালক উম্মে কুলসুম, জেলা পরিষদ প্রশাসক মোঃ আফাজ উদ্দিন, সিভিল সার্জন ডাঃ এ,ক,এম,শাহাবুদ্দিন, জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মন।

আরও পড়ুনঃ  বাগমারায় দুর্নীতি বিরোধী দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি পালন

জুলাই যোদ্ধা প্রতিনিধি ও জুলাই শহীদ পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ বলেন, এই ফ্যাসিস্ট সরকার ও তার সহযোগীদের, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, ইতিমধ্যে বিচার কার্যক্রম শুরু হয়েছে। সেই পরিপেক্ষিতে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে, পরাজিত শক্তি ফ্যাসিস্ট সরকারের সহযোগী সমর্থকরা।

আরও পড়ুনঃ  ভারতের সেরা ক্রিকেটার বেছে নিলেন শাস্ত্রী

দেশে যেনো কোনভাবেই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সেই বিষয়ে জেলার সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ থাকার আহ্বান জানান এবং জেলার সরকারি কর্মকর্তা সমাজের সকল পেশাজীবী মানুষের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুনঃ  জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত, ৫ আগস্ট বিকেলে জাতির সামনে উপস্থাপন

অনুষ্ঠানে চলচ্চিত্র প্রদর্শন আলোচনা সভা, শহীদ পরিবারের প্রতি সমবেদনাসহ সকল জুলাই শহীদদের শ্রদ্ধা এবং রুহের মাগফেরাত কামনা করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।