মশিউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রেললাইনের আলিনগর হাজির মোড় এলাকায় সোমবার (২৪ জানুয়ারি) সকালে ট্রেন-ভুটভুটির সাথে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর ভুতপুকুর মহল্লার মৃত গরীবুল্লাহর ছেলে মোঃ ফুলচান আলী (৫৫), আলীনগর মহল্লার মৃত রইস উদ্দীনের ছেলে সেহের আলী (৪৫) ও ভুটভুটি চালক ঝিলিম ইউনিয়নের আমনুরা এলাকার আমানুল্লাহ ছেলে নাইমুল ইসলাম (৩৫)।
চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার শহিদুল আলম ট্রেনের গার্ডের বরাত দিয়ে জানান, সোমবার সকাল সাড়ে ৮টায় যথারীতি চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ঈশ্বরদীগামী ৬ ডাউন লোকাল ট্রেন ছেড়ে যায়। ৮ টা ৪০ মিনিটের দিকে হাজির মোড় এলাকার আউটার সিগন্যালের কাছাকাছি একটি মাছবাহী ভুটভুটি রেললাইন পাড় হওয়ার সময় ট্রেনের সাথে ধাক্কা লাগে।
এতে ভুটভুটি চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে জিআরপি থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থল পরিদর্শন এবং মরদেহ ৩টি উদ্ধার করে।
এছাড়া সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের পরিবারের সদস্য তরিকুল ইসলাম জানান, নিহতদের ব্যাপারে তাদের কোন অভিযোগ না থাকায় রেলের জিআরপি থানায় আবেদন করা হয়েছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ জনবহুল এলাকা হওয়ার পরও লেবেল ক্রসিং নেই। এছাড়া ভুটভুটিটি সজোরে চালিয়ে ট্রেনটিকে ওভারটেক করার চেষ্টাকালে রেললাইন পাড় হওয়ার সময় এ ঘটনা ঘটে থাকতে পারে স্থানীয়দের ধারণা।
8