নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। সন্ধ্যা ৭:১৩। ২৩ মে, ২০২৫।

চাঁপাইনবাবগঞ্জে নারী সমাবেশ অনুষ্ঠিত

মে ২১, ২০২৫ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : বুধবার (২১ মে) সকালে চাঁঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী।

প্রধান অতিথির বক্তৃতায় আজাহার আলী বলেন, সন্তানের লেখাপড়ার খরচ হচ্ছে স্থায়ী বিনিয়োগ। আপনি যদি আপনার সন্তানের জন্য খরচ করেন তাহলে ভবিষ্যতে তা অনেক গুণ সুফল বয়ে নিয়ে আসবে।

আরও পড়ুনঃ  বাঘায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত :আহতদের পাশে উএনও বাঘা

তিনি বলেন, যেসব মায়েরা সন্তানের লেখাপড়ার সময় বলে তুমি পড় আমি পাশের বাসায় গেলাম, তাদের সন্তান হয়তো পড়ালেখা করে কিন্তুু বেশি মনোযোগী হয়না। সন্তানরা সঠিকভাবে পড়াশুনা করছে কিনা, সন্তান কার সাথে মিশে, সন্ধ্যার পর বাড়ী ফিরছে কিনা; সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং তার স্বাস্থ্যের প্রতি সুনজর দিতে হবে।

আরও পড়ুনঃ  নগরীতে ট্রাফিক পুলিশ সদস্যদের মধ্যে ছাতা‑পাখা বিতরণ

তিনি আরও বলেন, অল্প বয়সে ভালো ছেলে পাওয়া গেছে বলে বিয়ে দেয়ার প্রবণতা এ অঞ্চলে অনেক বেশি। এটি পরিহার করে বাল্য বিবাহ বন্ধ করতে সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে চাঁঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহা. হাফিজুর রহমান, শ্যামপুর বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহা. আনোয়ারুল ইসলাম প্রমুখ ।

আরও পড়ুনঃ  ব্যবসায়ী হত্যা মামলায় ৬ আসামির মৃত্যুদণ্ড

অনুষ্ঠানে বক্তাগণ, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জনসচেতনতা সৃষ্টি, তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ, বাল্য বিবাহের কুফল, নারী শিক্ষার গুরুত্ব, যৌতুক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক ও গুজব প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহারসহ বিভিন্ন সমসাময়িক বিষয়ে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।