নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। বিকাল ৩:৫৮। ২১ জুলাই, ২০২৫।

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৫ ৮:৪৯
Link Copied!

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার উপজেলার উজিরপুর ইউনিয়নের উত্তর মাঝপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত শিশুরা হলো উত্তর উজিরপুর মাঝপাড়া গ্রামের ওমর আলীর ছেলে আব্দুল আলিম (১১) ও একই গ্রামের মুকুল আলীর মেয়ে মোসা. মিম খাতুন (১০)।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ‘পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে উত্তর উজিরপুর এলাকার সোভান উচ্চবিদ্যালয়ের পাশের পদ্মা নদীর শাখায় গোসলে নামে দুই শিশু। এ সময় তারা নদীতে ডুবে যায়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির করে নদী থেকে দুজনকে উদ্ধার করে। পরে তাদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  ‘শাকিব খানের সাথে আমার কী সম্পর্ক, সেটা তাকেই জিজ্ঞেস করুন’

ওসি গোলাম কিবরিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।