নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ১:৩৭। ২৩ অক্টোবর, ২০২৫।

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় ডুবে শিশুর মৃত্যু

অক্টোবর ২২, ২০২৫ ৭:২৬
Link Copied!

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে ডুবে আহম্মদ উল্লাহ (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সদর উপজেলায় এ ঘটনা ঘটে।

সে চরবাগডাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গোয়ালডুবি ছাপাপাড়া গ্রামের সোহবুল ইসলামের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে গ্রামের পাশ দিয়ে যাওয়া পদ্মায় গোসলে নামে আহম্মদউল্লাহ।

গোসলের এক পর্যায়ে সে ডুবে গেলে স্থানীয় ও স্বজনরা ঘটনাটি টের পেয়ে নদীতে খোঁজ শুরু করে। দুপুর ২টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার হয়।

সংশ্লিস্ট নারী ইউপি সদস্য সাফিয়া বেগম বলেন, শিশুটি গ্রামেরই একটি বিদ্যালয়ে শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, ‘এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ঘটনাটি খোঁজ করে দেখা হচ্ছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।