নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ২:১২। ২৭ আগস্ট, ২০২৫।

চাঁপাইনবাবগঞ্জে বাউবির এমবিএ (বাংলা মাধ্যম) প্রোগ্রামের স্টাডি সেন্টার খোলার জন্য কলেজ পরিদর্শন

আগস্ট ২৬, ২০২৫ ৬:২৯
Link Copied!

আরিফুল ইসলাম, রাজশাহী: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর ওপেন স্কুল পরিচালিত এমবিএ (বাংলা মাধ্যম) প্রোগ্রামের স্টাডি সেন্টার খোলার লক্ষ্যে উপযোগিতা যাচাই কল্পে আজ মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ পরিদর্শন করেন বাউবি’র এসএসএস বিভাগের পরিচালক প্রফেসর ড. মোঃ আবু তালেব এবং ওপেন স্কুলের অধ্যাপক (ব্যবস্থাপনা) ড. মোঃ মোতাহারুল ইসলাম।

আরও পড়ুনঃ  গাজায় নিহত আরও ৫১, মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ গেল ২৪ জনের

পরিদর্শনকালে রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক ও এমবিএ (বাংলা মাধ্যম) প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার উম্মে সালমা নাজিফা এবং চাঁপাইনবাবগঞ্জ উপ-আঞ্চলিক কেন্দ্রের যুগ্ম-আঞ্চলিক পরিচালক মোঃ গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  গোটা শরীর ‘প্লাস্টিকের তৈরি’, কটাক্ষের কড়া জবাব দিলেন মৌনি

এ সময় শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোহাঃ শরিফুল আলম কলেজের সার্বিক কার্যক্রম, একাডেমিক পরিবেশ ও অবকাঠামোগত সুবিধাসমূহ পরিদর্শন টিমের সামনে তুলে ধরেন এবং তাঁদের সহযোগিতা প্রদান করেন।

আরও পড়ুনঃ  জোতার নামে ওয়েবসাইট খুলে বিপুল অর্থ আত্মসাৎ

বাউবি কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, এই উদ্যোগের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ জেলায় শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের নতুন সুযোগ সৃষ্টি হবে এবং কর্মজীবী শিক্ষার্থীরা সহজে এমবিএ (বাংলা মাধ্যম) প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।