নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ১০:৫৬। ৪ আগস্ট, ২০২৫।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নতুন ইউএনও তাছমিনা খাতুন

সেপ্টেম্বর ১৯, ২০২৩ ৯:২২
Link Copied!

চাঁপাইনবাবগন্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মোছা. তাছমিনা খাতুন। সোমবার (১৮ সেপ্টেম্বর) তিনি সদর উপজেলায় যোগদান করেন। মোছা. তাছমিনা খাতুন ৩৪ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে উত্তীর্ণ হয়ে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের মধ্য দিয়ে চাকরি জীবন শুরু করেন।

এরপর নাটোরের নলডাঙ্গা এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি), পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা দায়িত্ব পালনের পর বাঘেরহাটের কচুয়া উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার ছিলেন।
এক কন্যাসন্তানের জননী তাছমিনা খাতুনের গ্রামের বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুর। তার স্বামী গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ওপ্রযুক্তি বিশ^বিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান।

আরও পড়ুনঃ  সাতচল্লিশ, একাত্তর ও চব্বিশের ইস্যুগুলো একই ছিল : রাবির আইইওএল পরিচালক

নবাগত ইউএনও মোছাঃ তাছমিনা খাতুন বলেন, আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। সবাই মিলে কাজ করলে সেই কাজ সহজ হয়। সকলে মিলে কাজ করলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ সহজতর হবে। সততা, দেশপ্রেম, পেশাদারিত্ব এই তিনটির সমন্ময়ে যদি আমি বা আমরা কাজ করতে পারি, তাহলে সরকারের উন্নয়নের যে অভিষ্ট লক্ষ্য আমরা সে লক্ষ্যে আমরা সহজেই পৌঁছাতে পারব।

আরও পড়ুনঃ  খেলার মাঠে মার্কেট করছে কাটাখালী পৌরসভা, প্রতিবাদে মানববন্ধন

সরকারের উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের অভিযাত্রা সেটি যথাযথভাবে বাস্তবায়ন হবে। এক বিবৃতিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা, তাছমিনা খাতুন কে অভিনন্দন জানিয়েছেন সিটি প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জের সভাপতি মো সাজেদুল হক সাজু সহ সকল সদস্য বৃন্দ এবং আশা প্রকাশ করেছেন নবাগত ইউএনও সদর উপজেলার গণমানুষের কল্যাণে পেশাদারিত্বের সাথে কাজ করে যাবেন এবং উপজেলার উন্নয়নে ভূমিকা রাখবেন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে বজ্রপাত থেকে বাঁচতে গণসচেতনতা ও লিফলেট বিতরণ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।