নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। বিকাল ৫:০০। ১৫ জুলাই, ২০২৫।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নবাগত ইউএনওর যোগদান

জুন ১৯, ২০২৫ ৭:১৫
Link Copied!

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোঃ নুরুল ইসলাম। বুধবার (৪ জুন) নতুন কর্মস্থলে যোগদান করেন তিনি।

এ সময় নবাগত ইউএনওকে বরণ করে নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা। তাকে বরণের সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  মিটফোর্ডে ব্যবসায়ী হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সংশ্লিষ্ট সূত্র জানায়, নবাগত ইউএনও মোঃ নুরুল ইসলাম পাবনা জেলার সাঁথিয়া উপজেলার বাসিন্দা। এর আগে যশোর জেলা প্রশাসক কার্যালয়ে চাকুরীজীবন শুরু করেন, অতঃপর বগুড়া সদর ও একই জেলার নন্দীগ্রামে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলায় ইউএনও হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন তিনি।

আরও পড়ুনঃ  ডা: মহিবুল হাসানের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল

৪ জুন নতুন কর্মস্থল চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় আনন্দমূখর পরিবেশে যোগদান করেন। তিনি শের ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।