নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। সন্ধ্যা ৭:২৭। ১১ নভেম্বর, ২০২৫।

চাকরি স্থায়ী করার দাবিতে রাজশাহী ওয়াসা কর্মচারীদের মানববন্ধন

নভেম্বর ১১, ২০২৫ ৩:০৯
Link Copied!

স্টাফ রিপোর্টার : আদালতের রায়ের আলোকে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন রাজশাহী ওয়াসার কর্মচারীরা। রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়ন মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের উপশহরে ওয়াসা ভবনের সামনে এ আয়োজন করে।

প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তারা বলেন, স্বল্প বেতনে কাজ করতে গিয়ে তারা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। তাই খুলনা ওয়াসার মতো রাজশাহী ওয়াসার দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদেরও অবিলম্বে চাকরি স্থায়ীকরণের ব্যবস্থা করতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সভাপতি সফিকুল আলম। সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন কাজল, উপদেষ্টা নাসিম খান, আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জনি, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, সদস্য আব্দুল মান্নান, বাকী বিল্লাহ প্রমুখ।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।