নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। সকাল ৬:১৭। ১৭ জুলাই, ২০২৫।

চারঘাটে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নভেম্বর ২১, ২০২৩ ৮:৪৩
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ চারঘাটে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ এক মাদক কারবারীকে আটক করেছে। সোমবার দুপুর আড়াই দিকে চারঘাট থানার রাওথা গ্রাম থেকে মাদক উদ্ধার ও তাকে আটক করা হয়।

আটক মাদক কারবারীর নাম মিন্টু বাশার (৩৬)। তিনি চারঘাট থানার রাওথা গ্রামের আমজাদ হোসেনের পুত্র। জেলার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, জেলা ডিবির এসআই (নিরস্ত্র) নাছিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ গতকাল দুপুরে চারঘাট বাজার ও তার আশপাশের এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।

আরও পড়ুনঃ  রাবিতে জুলাই স্মৃতি চত্বরের ভিত্তিপ্রস্তর স্থাপন

ডিবির এ দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চারঘাট থানার রাওথা গ্রামস্থ মিন্টু বাশারের বাড়ির আশপাশে কয়েকজন ব্যক্তি ফেন্সিডিল বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের ওই দল সঙ্গীয় ফোর্সসহ দুপুর পৌনে তিনটার দিকে অভিযান পরিচালনা করে। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মিন্টু বাশারকে আটক করে তার দেহ তল্লাশি হলে তার হাতে থাকা ব্যাগ হতে ৪২ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।

আরও পড়ুনঃ  পাবনায় বালু মহাল দখল নিতে আবারও গুলিবর্ষণ, রাখাল গুলিবিদ্ধ

আটক মিন্টু বাশার একজন চিহ্নিত মাদকব্যবসায়ী। তার নামে চারঘাট থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। আটক মিন্টুকে চারথাট থানায় সোপর্দ কওে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে এমটি মামলা দায়ের করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।