স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাট উপজেলায় ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম আবদুল আজিজ (৫৫)। চারঘাটের পিরোজপুর গ্রামে তার বাড়ি। তার বাবার নাম মৃত মোহাম্মদ আলী।
শুক্রবার সকালে চারঘাটের মেরামতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। দুপুরে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার আবদুল আজিজের কাছ থেকে ১১৫ বোতল ফেনসিডিল উদদ্ধার করা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে চারঘাট থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।
শেয়ার
3