চারঘাট প্রতিনিধি : কোভিট-১৯ এবং স্বাস্থ্য সুরক্ষা এই প্রতিবাদ্য বিষয়ে সামনে রেখে রাজশাহীর চারঘাটে উপজেলা পর্যায়ে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২০ উদযাপন উপলক্ষে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা চত্বরে ও জাতীয় বিজ্ঞান প্রযুক্তি তত্ত্বাবধানে এ বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ পালন করা হয়।
এর আগে লাল ফিতা কেটে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম। এর পরে স্টলগুলো পরির্দশন করেন, নিবার্হী অফিসার সৈয়দা সামিরা ও উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম।
উপজেলা নিবার্হী অফিসার সৈয়দা সামিরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন-নাহার, উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডা. আশিকুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহ্ফুজা বেগম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম, চারঘাট এমএ হাদী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাহাজ উদ্দিন, চারঘাট ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, ইউসুফপুর ইউপি চেয়ারম্যান শফিউল আলম রতন, ভায়ালক্ষীপুর ইউপি চেয়ারম্যান শওকত আলী বুলবুল ও চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামসহ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও ছাত্র/ছাত্রীবৃন্দ এই মেলায় অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্তার বিতরন করা হয়।