নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। সকাল ১১:৪৪। ৬ সেপ্টেম্বর, ২০২৫।

চিকিৎসকের নেতৃত্বে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আরও একজন গ্রেপ্তার

সেপ্টেম্বর ৫, ২০২৫ ৬:১১
Link Copied!

অনলাইন ডেস্ক : রাজধানীর খিলগাঁওয়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে আসামি মোস্তাফিজুর রহমান বাবুকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  নুরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিশন গঠন করে প্রজ্ঞাপন

তিনি বলেন, গত ২ সেপ্টেম্বর দুপুরে খিলগাঁও দক্ষিণ সিগন্যালে ট্রাফিক কনস্টেবল রবিউল ইসলাম ডিউটিরত ছিলেন। এ সময় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মো. আনোয়ার হোসেন ব্যক্তিগত গাড়ি নিয়ে সিগন্যালে আটকে পড়েন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি কনস্টেবল রবিউলকে গালিগালাজ করেন এবং টাকা নিয়ে সিগন্যাল ছাড়ার অভিযোগ করেন। এ সময় পুলিশ সদস্য প্রতিবাদ করলে হুমকি দিয়ে স্থান ত্যাগ করেন তিনি।

আরও পড়ুনঃ  ঈদে মিলাদুন্নবী ছুটিতে শনিবার বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

তিনি আরও বলেন, পরে বিকেল ৩টার দিকে ডা. আনোয়ার হোসেন ১০-১২ জনকে নিয়ে ৬-৭টি মোটরসাইকেলে ঘটনাস্থলে ফিরে আসেন। তারা কনস্টেবল রবিউল ইসলামকে লাথি মেরে মাটিতে ফেলে মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ সময় এগিয়ে আসা এএসআই রবিউল হাসানকেও ধাক্কা দিয়ে তার পোশাকের হ্যান্ডব্যাজ ছিঁড়ে ফেলা হয়। খবর পেয়ে আশপাশের পুলিশ সদস্যরা এসে তাদের উদ্ধার করেন।

আরও পড়ুনঃ  আগামী ৭ সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

এ ঘটনায় কনস্টেবল রবিউল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এরপর ডা. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ মোস্তাফিজুর রহমান বাবুকেও গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।