নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। বিকাল ৪:২২। ১২ অক্টোবর, ২০২৫।

ছাদ ঢালাইয়ের মধ্য দিয়ে কাঠামো দৃশ্যমান হতে শুরু করেছে রাজশাহী আধুনিক তথ্য কমপ্লেক্সের

অক্টোবর ৯, ২০২৫ ৩:৩৯
Link Copied!

স্টাফ রিপোর্টার : প্রথম তলার ছাদ ঢালাইয়ের মধ্য দিয়ে কাঠামো দৃশ্যমান হতে শুরু করেছে রাজশাহী আধুনিক তথ্য কমপ্লেক্সের। আজ (৯ অক্টোবর) নগরীর কাশিয়াডাঙ্গাস্থ ফায়ার সার্ভিস অফিসের পাশে নির্মাণাধীন কমপ্লেক্সটির প্রথম তলার ছাদ ঢালাইয়ের উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে রাজশাহী জেলা তথ্য অফিস ও পিআইডির কর্মকর্তা-কর্মচারী এবং পূর্ত অধিদপ্তর ও সংশ্লিষ্ট প্রকল্পের ইঞ্জিনিয়ারসহ ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  জিম্মিদের ফেরানোর দাবিতে ইসরায়েলে মন্ত্রী-এমপিদের বাড়ির সামনে বিক্ষোভ

প্রথম তলার ছাদ ঢালাইয়ে কিছুটা বিলম্ব হলেও পরবর্তী কার্যক্রম দ্রুততার সাথে সম্পন্ন হবে মর্মে ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নিশ্চিত করেছে।

উল্লেখ্য যে, জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় নগরীর কাশিয়াডাঙ্গাতে চলমান রয়েছে সাততলা বিশিষ্ট তথ্য কমপ্লেক্স নির্মাণের কাজ। ভবনটিতে রাজশাহী জেলা তথ্য অফিস ও পিআইডির অফিস অবকাঠামোসহ একটি আধুনিক সিনেকমপ্লেক্স ও আরও অনেক সুযোগ-সুবিধা থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।