নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। দুপুর ১:৫৩। ২৯ আগস্ট, ২০২৫।

জগন্নাথ বিশ্ববিদ্যায়ের পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সংসদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আগস্ট ২৯, ২০২৫ ১:৩৫
Link Copied!

মুনা সুলতানা, জবি প্রতিনিধি : পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সংসদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। (২৮ আগস্ট ) বৃহস্পতিবার বিকাল চারটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে এই নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জামির, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আরও পড়ুনঃ  রাবিতে ফল প্রকাশসহ ৪ দফা দাবিতে আরবি বিভাগে তালা

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. রইছ উদদীন, চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রভোস্ট অধ্যাপক ড.আঞ্জুমান আরা।

আরও পড়ুনঃ  যশোরের শার্শায় বন্যার অবনতি ভারতের পানিতে

আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সংসদের প্রধান পৃষ্ঠপোষক সহকারী প্রক্টর ড. নাঈম আক্তার সিদ্দিক, যিনি ছাত্রদের সার্বিক উন্নয়ন ও নেতৃত্ব গঠনে ভূমিকা রাখছেন নিয়মিতভাবে।

আরও পড়ুনঃ  নির্দিষ্ট অর্থে আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, যত টাকা লাগবে

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের দিক নির্দেশনা দেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানানো হয়। অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের দায়িত্বশীল, মেধাবী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সংসদ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের কল্যাণে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।