নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। বিকাল ৫:০১। ২৯ সেপ্টেম্বর, ২০২৫।

জয়পুরহাটে ভুয়া ডিবি পরিচয় দেওয়া ২ ব্যক্তি আটক

সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১০:২১
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের সদর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ভুয়া পরিচয় দেওয়ায় দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার আমদই ইউনিয়নের মাধাইনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাদের কাছ থেকে পুলিশের লোগোসংবলিত একটি নিরাপত্তা ভেস্ট ও একটি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের পদক্ষেপে ইইউ প্রধানের সমর্থন

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- সদর উপজেলার আমদই ইউনিয়নের মাধাইনগর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মশিউর রহমান (৪০) ও ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের দেওগ্রামের মোজাম্মেল মণ্ডলের ছেলে মজনু মণ্ডল (৩৯)।

পুলিশ ও মাধাইনগর বাজারের লোকজন সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার পর মশিউর ও মজনু বাজারে এসে নিজেদের ডিবি পরিচয় দিয়ে লোকজনদের ভয়ভীতি দেখায়। তাদের কাছে পুলিশের একটি নিরাপত্তা ভেস্ট ও হ্যান্ডকাফ ছিল। তাদের কর্মকাণ্ড সন্দেহ হলে বাজারের লোকজন জিজ্ঞাসাবাদ শুরু করে। এ সময় দু’জনই অসংলগ্ন কথাবার্তা বলতে শুরু করে এবং লোকজনদের কাছে ডিবি পুলিশের পরিচয়পত্র দেখাতে পারেনি। পরে তাদের আটক করে পুলিশে খবর দেওয়া হয় এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুনঃ  ‘একাত্তরে হারিয়েছি, আজকেও হারাব’

অফিসার ইনচার্জ (ওসি) মো. তামবিরুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে তাদের আদালতে পাঠানো হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।