নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। বিকাল ৪:৫৩। ২৯ সেপ্টেম্বর, ২০২৫।

জাপানে ক্যাম্প হচ্ছে না ঋতুপর্ণাদের

সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৮:৪৪
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়া কাপ খেলবে। আগামী বছরের ১ মার্চ থেকে অস্ট্রেলিয়ার মাটিতে হবে সেই টুর্নামেন্ট। এই আসরের জন্য বাংলাদেশ ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে। আরো নিবিড় অনুশীলনের জন্য আজ ২৯ জন নারী ফুটবলার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে।

বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ আজ ভবনে তার কক্ষে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘মেয়েরা আরো উন্নত ও নিবিড় অনুশীলনের জন্য চট্টগ্রামের আনোয়ারায় ইয়াংওয়ানের ব্যবস্থাপনায় কোরিয়ান ইপিজেডে ২০ দিন অনুশীলন করবে। সেখানে ইয়াংওয়ানই সকল ব্যবস্থাপনা করছে বাফুফের খরচ নেই। ১৬ অক্টোবর সেখান থেকে ঢাকায় আসবে। ভুটানে থাকা দশ ফুটবলার ১৭ অক্টোবর দেশে ফিরবে। ঢাকায় ৪-৫ দিন অনুশীলনের পর দুই ম্যাচ খেলতে থাইল্যান্ডে রওনা হবে দল।’

আরও পড়ুনঃ  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি চলছে

এশিয়া কাপ মিশনে বাফুফের পরিকল্পনায় পরিবর্তন আসছে। নভেম্বরে ঋতুপর্ণাদের জাপানে সপ্তাহ দু’য়েক অনুশীলন করার কথা ছিল। জাপান ফুটবল এসোসিয়েশন বাফুফেকে যে সময় দিয়েছে সেটা অনুকুল না হওয়ায় বাতিল করা হয়েছে। ‘জাপান ২০-৩০ নভেম্বর আমাদের যেতে বলেছিল ঐ সময় আমরা ঢাকায় ফিফা উইন্ডোতে ত্রিদেশীয় ম্যাচ খেলব। এজন্য আর সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না’, বলেন কিরণ।

বাফুফে সভাপতি ঋতুপর্ণাদের এশিয়া কাপকে মিশন অস্ট্রেলিয়া আখ্যায়িত করেছেন। সেটা বাফুফের পরিকল্পনা ছিল ১ সেপ্টেম্বর থেকে শুরু করার। সেটা শেষ পর্যন্ত তিন সপ্তাহ পিছিয়ে অনুশীলন শুরু হয়েছে। এরপর আবার জাপানে অনুশীলনের পরিকল্পনাও ভেস্তে গেল। সব মিলিয়ে বাফুফের জন্য খানিকটা ধাক্কা কি না এমন প্রশ্নে কিরণের উত্তর, ‘আসলে পিটার মাঝে অসুস্থ ছিল এজন্য কিছুটা দেরি হয়েছে। জাপানে সম্ভব না হলেও এখন অন্যদের সঙ্গেও যোগাযোগ চলছে। এভাবেই আমাদের পথ এগিয়ে চলতে হবে।’ জুলাইয়ে নারী এশিয়া কাপ নিশ্চিত হওয়ার পর ভারত রোডম্যাপ কয়েক দিন পরই প্রকাশ করেছে। দুই মাস পেরিয়ে যাওয়ার পরও বাফুফে এখনো পরিকল্পনার মধ্যে রয়েছে। অনেক কিছুই এখনো প্রাথমিক আলোচনার পর্যায়ে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪

৫-২০ ডিসেম্বর নেপালের কাঠমান্ডুতে নারী সাফ ক্লাব। বাংলাদেশের নাসরিন স্পোর্টিং সেই টুর্নামেন্টে খেলবে। ঐ টুর্নামেন্টে ভারত, নেপাল, ভুটানের চ্যাম্পিয়ন ক্লাবগুলো খেলবে। জাতীয় দলের ফুটবলারদের নাসরিনের হয়ে খেলার বিষয়টি কোচের সঙ্গে এখনো আলোচনা না করলেও বাফুফের প্রাথমিক পরিকল্পনায় রয়েছে।

আরও পড়ুনঃ  ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

বাফুফে ডিসেম্বরে নারীদের লিগ করতে চায়। সেই লিগে এশিয়া কাপে স্কোয়াডে থাকা ফুটবলারদের খেলানোর পরিকল্পনা ফেডারেশনের। বাফুফের ভাবনা নারী ফুটবলারদের ফেডারেশনের ক্যাম্পে ও কোচের অনুশীলনে রাখা। তবে এতে ক্লাবের দ্বিমত থাকে। এসব বিষয়ে ফেডারেশন ক্লাবগুলোর সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করবে।

ভুটান নারী লিগে খেলা আরো পাঁচ ফুটবলার সাবিনা খাতুন, মাসুরা পারভীন, সানজিদা আক্তার, কৃষ্ণা রাণী এবং সুমাইয়া মাতসুসিমাও খেলছেন। তারা বাফুফের স্কোয়াডে নেই আপাতত। এশিয়া কাপ মিশনে তাদের ডাকার বিষয়ে কোচ পিটার বাটলারের দিকেই বল ঠেললেন কিরন, ‘এটা ট্যাকনিক্যাল বিষয়। কোচের সিদ্ধান্ত আমার কোনো মতামত নেই।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।