স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর ৬ নং ওয়ার্ড সভাপতি মোঃ নুরে আলমের শ্রদ্ধেয়া মাতা মোসাঃ সবুরা খাতুনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর শুরা সদস্য ও রাজপাড়া থানার আমীর অধ্যাপক মোঃ নুরুল ইসলাম মনি ও রাজপাড়া থানা সেক্রেটারি মোঃ মাহবুবুর রহমান।
এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমার নেক আমল সমূহ কবুল করে জান্নাতবাসী করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন।
মরহুমা মোসাঃ সবুরা খাতুন রাত ১২:৩০ মিনিটে মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে ছেলে-মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজার নামাজ আজ বৃহস্পতিবার সকাল ০৯:০০ টায় লক্ষ্মীপুর চৌরঙ্গী জামে মসজিদে অনুষ্ঠিত হয়।