নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ১২:২৩। ১৮ আগস্ট, ২০২৫।

জামাল-হামজাদের জন্য বাফুফের নতুন স্পন্সর

মার্চ ১৫, ২০২৫ ৮:৫৯
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পৃষ্ঠপোষক সংকট ছিল। বিশেষ করে জাতীয় পুরুষ ফুটবল দলে কোনো স্পন্সর ছিল না এক দশকের বেশি সময়। তাবিথ আউয়ালের নেতৃত্বে বাফুফের নতুন কমিটি তিন মাসের মধ্যে দুই বছরের জন্য কিট স্পন্সর পেয়েছে। এবার জাতীয় পুরুষ ফুটবল দলেরও পৃষ্ঠপোষক পেয়েছে বাফুফে।

আরও পড়ুনঃ  হামজার দৃষ্টিনন্দন গোলের পরও লেস্টার সিটির স্বপ্নভঙ্গ

ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক বাফুফের সঙ্গে বিগত সময়ে নারী ফুটবল ও বিভিন্ন টুর্নামেন্টে পৃষ্ঠপোষক ছিল। এবার জাতীয় পুরুষ ফুটবল দলের স্পন্সর হিসেবে আসছে ইউএসবি ব্যাংক। বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম মার্কেটিং কমিটির চেয়ারম্যান। তিনি পুরুষ ফুটবল দলের স্পন্সর প্রসঙ্গে বলেন, ‘পাঁচ বছরের জন্য বাফুফে ও ইউএসবি ব্যাংকের মধ্যে চুক্তি হবে। এই চুক্তির আলোকে ইউসিবি ব্যাংক জাতীয় পুরুষ ফুটবল দলের পৃষ্ঠপোষকতা করবে। আগামীকাল সমঝোতা স্বারক স্বাক্ষর হবে দুই পক্ষের মধ্যে।’

আরও পড়ুনঃ  হামজার দৃষ্টিনন্দন গোলের পরও লেস্টার সিটির স্বপ্নভঙ্গ

বাংলাদেশ নারী ফুটবল দলের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ঢাকা ব্যাংক। সাবিনা খাতুনদের স্পন্সর থাকলেও জামাল ভূঁইয়াদের কোনো স্পন্সর ছিল না এতদিন। এবার সেই অভাব ঘুচতে যাচ্ছে। আগামীকাল পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইউসিবির প্রধান কার্যালয়ে বাফুফের সঙ্গে চুক্তি হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।