নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। সকাল ৯:১০। ৩১ আগস্ট, ২০২৫।

জুলাই নারীদের স্মরণে ড্রোন শোতে ঝলমল ঢাকার আকাশ

জুলাই ১৫, ২০২৫ ১:২৪
Link Copied!

অনলাইন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নারীদের অবদানকে স্মরণ করে প্রদর্শিত হয়েছে সে সময়ের নানা ঘটনা নিয়ে ড্রোন শো। সোমবার (১৪ জুলাই) মধ্যরাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই শো প্রদর্শিত হয়। ‘জুলাই উইমেনস ডে’-এর কর্মসূচির অংশ হিসেবে এই শো প্রদর্শন করা হয়।

আরও পড়ুনঃ  লতিফ সিদ্দিকীসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে পুলিশ

শো’তে অভ্যুত্থানে নারীদের বিভিন্ন সময়ের আন্দোলনের প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক সহস্র নারী শিক্ষার্থী এই শো উপভোগ করেছেন। এসময় অভ্যুত্থানের সময়ে ছড়িয়ে পড়া বিভিন্ন কথা ও ছবি দেখানো হয়েছে।

আরও পড়ুনঃ  প্রেসক্লাবের সামনে পুলিশের মারধরের শিকার সাংবাদিকরা

শেখ হাসিনার বিদ্রূপাত্মক কথা— ‘মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে?’ এছাড়া ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, মাতৃভূমি অথবা মৃত্যু’সহ একাধিক বাক্য এই শো’তে দেখানো হয়েছে।

আরও পড়ুনঃ  লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারে

এছাড়া জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদ, বুয়েটে ছাত্রলীগের নির্যাতনে শহীদ আবরার ফাহাদ এবং ১৫ জুলাই ছাত্রলীগের হাতে নির্যাতিত তন্বীর প্রতিকৃতি দেখানো হয়েছে। পাশাপাশি বিডিআর হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ডসহ একাধিক প্রতিচ্ছবি দেখা গিয়েছে এই শো’তে।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।