নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। সকাল ৭:২৫। ১৮ জুলাই, ২০২৫।

জুলাই যোদ্ধার পাশে শিক্ষা সহায়তা দিয়ে রুয়েট

জুলাই ১৭, ২০২৫ ৫:০৮
Link Copied!

স্টাফ রিপোর্টার : শিক্ষা সহায়তা দিয়ে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো ‘জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ’ শীর্ষক কর্মসূচিতে ওই শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা দেওয়া হয়।

সহায়তা পাওয়া কৌশিক ইসলাম অপূর্ব রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। গত বছরের ৫ আগস্ট দুপুরে রাজশাহী নগরীর আলুপট্টি এলাকায় পায়ে গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। হাসপাতালে নেওয়ার পথে আরও একবার হামলার শিকার হন এই সাহসী শিক্ষার্থী। রুয়েট পরিবারের পক্ষ থেকে তার হাতে এক লাখ টাকার একটি চেক হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ  স্বামীকে নিয়ে প্রিয়াঙ্কার রোম্যান্স মন ছুঁয়েছে ভক্তদের

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ’ আয়োজক কমিটির সভাপতি ও রুয়েটের ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার।

আরও পড়ুনঃ  ইউএনওর বদলীতে মান্দা বাসীর চোখে জল

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী।

বিশেষ অতিথি ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, আইপিই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী।

আরও পড়ুনঃ  রাজশাহীতে গৃহবধূ হত্যা মামলায় শ্বাশুড়ি গ্রেফতার

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইটিই বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু ইসমাইল সিদ্দিকী ও ইসিই বিভাগের সহকারী অধ্যাপক ঐশী জ্যোতি।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।