স্টাফ রির্পোটার : মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত জেএফএ কাপ অনুর্ধ-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ চুড়ান্ত পর্বের খেলায় রোববার (৫ সেপ্টেম্বর) জেমিনের হ্যাট্রিকের সুবাদে ব্রাভনবাড়িয়া জেলা ৪-১ গোলে কক্সবাজার জেলাকে হারায়।
বিজয়ী দলের পক্ষে জেসমিন ৩ ও পুজা রানী ১টি করে গোল করে। বিজিত দলের পক্ষে কানচিং মারমা ১টি গোল করেন। দিনের অন্য খেলায় পঞ্চগড় জেলা ৩-০ গোলে ময়মনসিংহ জেলাকে হারায়। বিজয়ী দলের পক্ষে কৃষœারানী ১টি ও রিমি আক্তার ২টি গোল করেন।
আজকের খেলায়, ফরিদপুর. খুলনা, স্বাগতিক রাজশাহী ও মাগুরা জেলা দল অংশ নেবে ।
শেয়ার
6