অনলাইন ডেস্ক : গত বছর ৫ আগষ্ট শেখ হাসিনার সরকারের পতনের পরদিন গাজীপুরে কাশিমপুর হাইসিকিউরিটি জেল থেকে পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত বন্দীদের মধ্য থেকে সাকিব বাবু (২৩) নামের এক আসামীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তেজগাঁও থানাধীন তেজতুরি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে জানানো হয়, সাকিব ওরফে বাবু ২০২০ সালের ২৫ জুন শরীয়তপুরের জাজিরা থানাধীন পূর্ব নাওডোবা হাজী কালাই মোড়লের কান্দি গ্রামের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাকিল মাদবরকে (১৫) অপহরণের পর মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ না পেয়ে তাকে হত্যা করে লাশ গুম করেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির হত্যাসহ বিভিন্ন ধারায় জাজিরা থানায় মামলা হয়। মামলার রায়ে সাকিবকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে বন্দি ছিলেন।
২০২৪ সালের ৬ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে তিনি পালিয়ে যান। কারা কর্তৃপক্ষ এ ঘটনায় কোনাবাড়ী থানায় মামলা দায়ের করে। পলাতক থাকার সময় তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেন।
গ্রেপ্তারকৃত আসামিকে কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।-ইত্তেফাক