নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। বিকাল ৪:১৪। ১৫ জুলাই, ২০২৫।

টঙ্গীর মাজার বস্তি থেকে ২৪ ছিনতাইকারী ও মাদক কারবারি গ্রেপ্তার

জুন ১৭, ২০২৫ ১০:৫৯
Link Copied!

অনলাইন ডেস্ক : গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে অভিযান চালিয়ে ২৪ জন মাদক কারবারি ও ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে উত্তরা আর্মি ক্যাম্প ও টঙ্গী পশ্চিম থানা-পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ২ লাখ ৬৫ হাজার টাকা জব্দ করা হয়।

গতকাল সোমবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে আজ মঙ্গলবার উত্তরা আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলায় বাগমারা বিজয়ী হওয়ায় উচ্ছ্বসিত উপজেলা প্রশাসন

যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. বাবু (২৩), আমির হোসেন (২৯), জিসান আহম্মেদ (২৫), উসমান (৩৩), রিপন (২৭), হুমায়ুন কবির (৩১), মো. শামীম (২৫), সোহের রানা (২৯), শফিকুল (২৩), মো. টিপু সুলতান (২৬), রাসেল (২৯), শাহিন (২৪), হাসিব (৩১), মো. তারেক (২৫), পারভেজ (৩২), নিলয় (৩৫), শাহীন আলম (২৭), রাকিব (২২), মেহেদী হাসান (২৫), জুয়েল (২৯), আকতার হোসেন (২৮), মো. ইউসুফ (২৫), জয় (২৭) ও স্বপন (২৪)।

আরও পড়ুনঃ  অন্তর্বর্তী সরকার অপরাধীদের আশ্রয় দিচ্ছে কি না—প্রশ্ন তারেক রহমানের

সেনাবাহিনী জানিয়েছে, মাদক কারবারি ও ছিনতাইকারীদের গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১৬ বোতল মদ, ৬টি মোবাইল ফোন, ৫ রোল ইয়াবা সেবন পেপার, ১টি সোনার দুল, বিপুল পরিমাণ মাদকদ্রব্য সেবন সামগ্রী, ২টি মানিব্যাগ ও ২০টি গ্যাস লাইট জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

গ্রেপ্তারকৃতদের টঙ্গী পশ্চিম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনী পক্ষ থেকে বলা হয়।-ইত্তেফাক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।