নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ৮:২১। ১২ অক্টোবর, ২০২৫।

ট্রফি না দেওয়ায় ক্ষোভ, নাকভির চেয়ার কেড়ে নেওয়ার উদ্যোগ নিচ্ছে ভারত

অক্টোবর ১১, ২০২৫ ১০:৪৩
Link Copied!

অনলাইন ডেস্ক : কদিন আগেই এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে তারা সদ্য সমাপ্ত আসরের ট্রফি এখনও বুঝে পায়নি। এসিসির সভাপতি মহসিন নাকভি একইসঙ্গে পাকিস্তানের মন্ত্রী এবং পিসিবি সভাপতি হওয়ায় তার হাত থেকে ট্রফি না নেওয়ার ব্যাপারে একাট্টা ছিল ভারত। নাকভিও নিজের অবস্থানে অনড় থেকে ট্রফি বুঝিয়ে দেয়নি।

এরই মধ্যে ভারতীয় গণমাধ্যমে খবর, এশিয়া কাপ ফাইনালের পর দীর্ঘ দিন কেটে গেলেও ভারতীয় দলকে ট্রফি দিতে উদ্যোগী না হওয়ায় এসিসি চেয়ারম্যানকে তার পদ থেকে সরাতে উদ্যোগী হচ্ছে ভারত। তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

আরও পড়ুনঃ  নাটোরে নার্স কোয়ার্টার থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এশিয়া কাপ ঘিরে বিতর্ক থামছে না। ভারত-পাকিস্তান দ্বন্দ্বও থামছে না। নাকভি ভারতকে ট্রফি হস্তান্তরের কোনও উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ বিসিসিআই কর্তারা। আগামী নভেম্বরে রয়েছে এসিসির বৈঠক। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেই বৈঠকে নাকভির বিরুদ্ধে সুর চড়াতে পারেন বিসিসিআই কর্তারা।

এর আগে প্রতিবেদনে জানা গিয়েছিল, এসিসি কর্তাদের নাকভি নির্দেশ দিয়ে রেখেছেন, তার অনুমতি ছাড়া ট্রফি হস্তান্তর করা যাবে না। পিসিবি চেয়ারম্যানের ঘনিষ্ঠ এক এসিসি কর্তা বলছেন, ‘ট্রফিটি দুবাইয়ে এসিসির দপ্তরে রাখা আছে। নাকভির নির্দেশ, তার অনুমতি ছাড়া ট্রফি সেখান থেকে সরানো যাবে না। কাউকে হস্তান্তরও করা যাবে না। তার অনুপস্থিতিতেও কিছু করা যাবে না।’ তিনি আরও বলেছেন, ‘নাকভির নির্দেশ, ভারতীয় দল বা বোর্ডের কোনও প্রতিনিধিকে এসিসি দফতরে গিয়ে ট্রফি নিতে হবে।’

আরও পড়ুনঃ  পুষ্টি গুণ ও খাদ্য নিরাপত্তায় ডিমের গুরুত্ব

নাকভির অনড় অবস্থানে ক্ষুব্ধ ভারতের ক্রিকেটকর্তারা। বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘‘নাকভির পরিণতি কী হয়, সেটা এখন দেখার বিষয়। বিসিসিআই একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে যে, নিজের কাছে ট্রফি রেখে দেওয়ার কোনো অধিকার নেই নাকভির। ট্রফি ভারতকে হস্তান্তর না করাটাও গ্রহণযোগ্য নয়। তা ছাড়া সরকারিভাবে এশিয়া কাপের আয়োজক ছিল ভারতই।’

আরও পড়ুনঃ  আবেগঘন পোস্টে যা বললেন ঋতুপর্ণা

ফাইনালের দিন নাকভির ট্রফি নিয়ে চলে যাওয়াকে হাতিয়ার করে সুর চড়াতে পারেন বিসিসিআই কর্তারা। অধিকারের বাইরে গিয়ে তিনি কীভাবে ট্রফি নিজের দপ্তরে নিয়ে গেলেন, তার কৈফিয়ত চাওয়া হতে পারে। সূত্রের খবর, বিসিসিআই কর্তারা এসিসির একাধিক সদস্য দেশের সমর্থন নিশ্চিত করে বৈঠকে যাবেন। নাকভিকে সরাতে বিসিসিআই কর্তারা ঠিক কী রণকৌশল নিচ্ছেন, তা অবশ্য খোলাসা করা হয়নি। তবে আটঘাট বেঁধে যে নামছেন সেটি পরিষ্কার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।