নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ৯:২৯। ২১ আগস্ট, ২০২৫।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার উল্টে নিহত ৩

আগস্ট ২১, ২০২৫ ২:৩৪
Link Copied!

অনলাইন ডেস্ক : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার উল্টে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ফায়ার সার্ভিস বলছে, অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় প্রাইভেট কারটি।

আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় যাত্রী ছাউনির পাশে ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  গার্লফ্রেন্ড ব্যাপারটাই ভালো লাগে না, বিয়ে করব : সাদিয়া আয়মান

নিহতেরা হলেন আরমান, রাইসা ও তানজিল। তবে হতাহতদের বিস্তারিত পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি। শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

দেওয়ান আজাদ বলেন, ‘প্রাইভেট কারটি মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। অতিরিক্ত গতির কারণে ষোলঘর এলাকায় প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে প্রাইভেট কারে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যান। আহত হয় আরও দুজন। তাঁদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও একজন মারা যান। অপর আহতকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।