তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোর বিল কুমারী বিলে দল বেধে পলোই দিয়ে মৎস্য স্বীকার মেতে উঠেছেন জনসাধারণ। সৌখিন ও অপেশাদার এসব বদ্ধ থেকে শুরু করে যুবকসহ বিভিন্ন বয়সী মানুষ দল বেধে পলোই দিযে বিল কুমারী বিলে জমে থাকা পানিতে মাছ ধরার দৃশ্য এখন আর তেমন চেখে পড়েনা।
তবে, দীর্ঘিদন পর এবার এধরনের উৎসব মুখর পরিবেশে পলোই দিয়ে মাছ ধরার ঘটনায ব্যাপক চান্চল্যের সৃষ্টি হয়েছে।
রাজশাহীর তানোর উপজেলার বিল কুমারী বিলে গত কয়েকদিন থেকে সরেজমিন এসব মাছ ধরার দৃশ্য উপভোগ করেছেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায ২০/৩০ জন বিভিন্ন শ্রেনী পেশার বিভিন্ন বয়সীরা এক লাইন হয়ে পলোই দিয়ে দল বেধে উৎসব মুখর পরিবেশে মাছ ধরছেন। এ মাছ ধরার দৃশ্য দেখে অনেকেই বলছেন এমন দৃশ্য আর দেখা যায়না।
পলোই দিয়ে মাছ ধরতে আসা সুজন মিয়া বলেন, কৌতুহল বসত এবং সখের বসে মাছ ধরতে এসেছি, তিনি খব খুশি বলেও জানান তিনি।
তবে, মাছ ধরতে এসে কেউ খালি হাতে ফিরে যাননি, তারার ছোট বড় বয়াল, আইড়, সইলসহ বিভিন্ন দেশী প্রজাতির মাছ পেয়েছেন।
সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের সবাই মাছ ধরতে পেরেছেন। একেকজনের কেউ ৫ টা থেকে ১০ পর্যন্ত মাছ ধরেছেন। যার মুল্য দাড়াবে ১ হাজার টাকা থেকে ১হাজার ৫শ’ টাকা।
বিলের খালে জমে থাকা উন্মুক্ত জলাশয়ে এসব মাছ ধরতে কোন বাধা নেই যে কেউই মাছ ধরতে পারছেন।
ফলে, দল বেধে বিভিন্ন এলাকার জনসাধারণ আসছেন বিল কুমারী বিলের খালে মাছ ধরতে। সব মিলিয়ে পলোই দিয়ে মাছ ধরা উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে।