নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ১:২০। ৯ নভেম্বর, ২০২৫।

তানোরে মৃত ও অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের মাঝে কল্যাণ সমিতির চেক বিতরণ

নভেম্বর ৮, ২০২৫ ৮:৪২
Link Copied!

তানোর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর তানোরে মাঝে মৃত ও অবসরপ্রাপ্ত ২৪ জন মাধ্যমিক শিক্ষক কর্মচারীদের শিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে ৮লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে তানোর উপজেলা অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চেক বিতরণ করেন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব ও উপদেষ্টা রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ধানের শীষ প্রতিকের সংসদ সদস্য প্রার্থী মেজর জেনারেল শরিফ উদ্দিন।

উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আল আমিন হকের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যান সমিতির উপদেষ্টা রাজশাহী জেলা বিএনপির সদস্য ও সাবেক তানোর পৌর মেয়র মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান।

ড্যাব কেন্দ্রীয় কমিটির জেনারেল সদস্য ডাক্তার মিজানুর রহমান মিজান, তানোর পৌর যুবদলের সাবেক সভাপতি কাউন্সিলর আব্দুল মান্নান, পৌর বিএনপির সহ-সভাপতি আবু সাইদ বাবু, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক অরণ্য কুসুম,উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোর্তুজা, সদস্য সচিব শরিফ মুন্সি, তানোর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সহ-সভাপতি সুলতান আহম্মেদ, তানোর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা প্রমূখ। এছাড়াও উপজেলা, দুই পৌরসভা এবং সাত ইউনিয়নের (ইউপি) বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও গোদাগাড়ী উপজেলা বিএনপির নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।