নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। সন্ধ্যা ৬:২৮। ১২ জুলাই, ২০২৫।

তানোরে ৩ দিনের ব্যবধানে ৮০ টাকা কেজির কাঁচা মরিচ ৩শ’ টাকা

জুলাই ১১, ২০২৫ ১০:২৬
Link Copied!

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরে ৩ দিনের ব্যবধানে ৮০ টাকা কেজির কাঁচা মরিচের দাম বেড়ে ৩ শ’ টাকা হয়েছে। শুক্রবার তানোর গোল্লা পাড়া হাটে কাঁচা মরিচের আমদানি কম থাকায় ২শ’ ৮০ টাকা থেকে ৩শ’ টাকা কেজি দরে বিক্রি হয়েছে কাঁচা মরিচ। ৩ দিন আগে গত মঙ্গলবার তানোর গোল্লা পাড়া হাটে ৮০ টাকা থেকে ৯০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হয়েছে।

কাঁচা মরিচের দাম হঠাৎ দেড়ে যাওয়ার কারণ হিসেবে মরিচ চাষী ও বিক্রেতারা বলছেন, গত কয়েক দিনের টানা মাঝারী ও ভারি বৃষ্টি বর্ষনের কারনে বেশির ভাগ জমিতে পানি জমে থাকায় মরিচের গাছে ফোলা রোগে আক্রান্ত হয়ে গাছ ও গাছের মরির নষ্ট হয়ে গেছে। ফলে, কৃষকরা তাদের জমির মরিচের গাছ তুলে ফেলেছেন। বাজারে সরবারাহ কমে হওয়ায় দাম বেড়েছে কাঁচা মরিচের।

আরও পড়ুনঃ  রাজশাহী বোর্ডে ৪৫ প্রতিবন্ধীর এসএসসি পাস, ৫জন জিপিএ-৫

শুক্রবার বিকালে সরেজমিন তানোর গোল্লা পাড়া হাটে গিয়ে দেখা গেছে, হাটে কাঁচা মরিচের আমদানি কম, নেই বললেই চলে। দু’ একজন কাঁচা মরিচ বিক্রি করছেন ১শ’ গ্রাম ৩০ টাকা ৩শ’ টাকা কেজি। মরিচ বিক্রেতা তইবুর রহমান বলেন, গত মঙ্গলবার এই হাটে কাঁচা মরিচের আমদানি (সরবরাহ) বেশী ছিলো। ১শ’ গ্রাম মরিচ বিক্রি করেছি ১০ টাকায়। ১ কেজি ৮০ টাকা।

আরও পড়ুনঃ  চারঘাটে নকল ব্র্যান্ডে পানি উৎপাদন করায় জরিমানা

তিনি বলেন, আমাদের গ্রামের বেশ কয়েকজন তাদের জমিতে মরিচ রোপন করেছিলেন। বর্ষার টানা বৃষ্টির কারনে বেশীর ভাগ জমিতে পানি জমে মরিচের গাছ নষ্ট হওয়ার পাশাপাশি মরিচ পোচে গাছ থেকে ঝরে পড়েছে। হাটের এক ক্রেতা বলেন, অন্য সব সবজিত সপ্তাহেরমতই থাকলেও হটাৎ কাঁচ মরিচের দাম বেড়েছে তিনগুন। তাই মরিচ গত হাটের তুলনা আজ অর্ধেক নিলাম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।