নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। বিকাল ৫:০১। ১৫ জুলাই, ২০২৫।

তারেক রহমানের হস্তক্ষেপ কামনা! ভাঙ্গা পৌর বিএনপির প্রস্তুতি কমিটির বিরুদ্ধে নেতা-কর্মীদের সংবাদ সম্মেলন

জুলাই ৩, ২০২৫ ১১:৫৬
Link Copied!

জহিরুল ইসলাম, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা পৌর বিএনপির প্রস্তুতি কমিটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন দলের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার বিকেলে ভাঙ্গা বাজারে অবস্থিত উপজেলা ইমারত নির্মাণ-শ্রমিক কার্যালয়ে বিএনপি ও দলটির সহযোগী অঙ্গসংগঠনের উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। ভাঙ্গা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান মুন্সী স্বাক্ষরিত একটি লিখিত বক্তব্য পাঠ করেন- বিএনপি নেতা শিকদার ফারুকুজ্জামান ছোট্ট।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন- গত বুধবার (২ জুলাই) জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত ভাঙ্গা পৌর শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির নাম ঘোষনা করা হয়। ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটিতে আওয়ামী পন্থি অনেক সদস্যের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। যেহেতু, দেশ নায়ক তারেক রহমান, কেন্দ্রীয় নেতৃবৃন্দের লিখিত ও মৌখিক নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়েছে। একইসাথে, ত্যাগী নেতা কর্মিদের মূল্যায়ন না করে রহস্য জনক কারনে কমিটি প্রকাশ করায় উক্ত কমিটি বাতিলের দাবিতে এ সংবাদ সম্মেলন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা ও সুদৃষ্টি আকর্ষণ করছি। আগামী ২৪ ঘন্টার মধ্যে কমিটি বাতিল বলে ঘোষণা দিতে হবে। অন্যথায় কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে হুশিয়ারী দেন বক্তারা।
এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ভাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি নেতা মোহাম্মদ মিজানুর মুন্সী, নুরুজ্জামান বিল্লাল, মোহাম্মদ আলম মুন্সী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন- দেলোয়ার হোসেন সেন্টু, আলিয়াজ্জামান লাবলু, মনজুর আহমেদ কুদ্দুস, হুসাইন শিকদার, সজীব মাতুব্বর সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।