স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহীর পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক।
রবিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলা সদর এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ কর্মসূচি পরিচালনা করেন তিনি।
লিফলেট বিতরণ ও গণসংযোগকালে আবু বকর সিদ্দিক বলেন, “তারেক রহমানের ৩১ দফায় নাগরিক অধিকার, আইনের শাসন, বৈষম্যহীন রাষ্ট্র ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার রয়েছে। এসব বাস্তবায়িত হলে বাংলাদেশ হবে সুখী ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র।”
স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, “দীর্ঘ আন্দোলন ও ত্যাগের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের কবল থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান, ভাল্লুকগাছী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাজমুল গনি পিন্টু, পুঠিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল খালেক মোল্লা, সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান হাফিজসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা।