নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। বিকাল ৩:০৬। ২ আগস্ট, ২০২৫।

তাসকিন-মুস্তাফিজের পেশাদারিত্ব নিয়ে যা বললেন ট্রেইনার

জুলাই ৩১, ২০২৫ ২:০৯
Link Copied!

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলে প্রায় নিয়মিত দুই সদস্য পেসার তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। গেল এক দশক ধরে এই দুই তারকা নিজেদের প্রমাণ করে আসছেন। তবে খেলার বাইরে মুস্তাফিজকে অনুশীলনে খুব একটা ঘাম ঝরাতে দেখা যায় না বলেই প্রচলিত আছে। তবে ট্রেইনার ইয়াকুব ডালিমের মতে পরিশ্রমের ব্যাপারে ছাড় দেন না তাদের কেউই।

আরও পড়ুনঃ  ‘সে ছিল আমার সন্তানের বাবা, তবুও আমাকে ধ্বংস করার পথ বেছে নিল’

এ প্রসঙ্গে ইয়াকুব ডালিম বলেন, ‘তাসকিন ও মুস্তাফিজকে আমি দীর্ঘদিন ধরে চিনি। এমনিতে তারা দুইজন দুই রকমের ক্যারেক্টার, কিন্তু কাজের দিক দিয়ে তারা কোনো আপোস করে না। কাজ করবেই তারা। পেশাদারিত্বে তারা ১০০ ভাগের ওপরে। যেকোনো ধরনের ওয়ার্কআউট, রানিং—কোনো কিছুতেই কখনো তারা “না” বলে না।’

আরও পড়ুনঃ  রাজশাহীতে ৭৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

বিশ্ব ক্রিকেটের প্রতিযোগিতা বিবেচনায় এই দুই পেসারের ভবিষ্যতের প্রস্তুতির দিকেও গুরুত্ব দেওয়ার পরামর্শ ডালিমের। যে কারণে পরিশ্রম অব্যাহত রাখারই কথা বললেন তিনি, ‘দিন যত যাবে, প্রতিযোগিতা আরও কঠিন হবে। তাই পরিশ্রমের মাত্রাও বাড়াতে হবে।’

মুস্তাফিজের ক্রিকেটীয় বুদ্ধিমত্তারও প্রশংসা করেছেন এই ট্রেইনার, ‘মুস্তাফিজ অত্যন্ত বুদ্ধিমান। ক্রিকেটে অনেক কিছুই শক্তি দিয়ে হয় না, মাথা (বুদ্ধি) দিয়ে খেলতে হয়। সেটা মুস্তাফিজের ভেতর আছে। সে খুব ভালোভাবে চাপ সামলাতে পারে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।