নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। সকাল ৯:১৭। ১৮ জুলাই, ২০২৫।

তাহলে মেসির ক্লাবেই যাচ্ছেন রদ্রিগো ডি পল

জুলাই ১৭, ২০২৫ ৬:৫২
Link Copied!

অনলাইন ডেস্ক : সপ্তাহখানেক আগে চমক হয়ে এসেছিল অ্যাতলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন তারকা রদ্রিগো ডি পলকে প্রস্তাব দিয়েছে ইন্টার মায়ামি। সেই প্রস্তাবে সাড়া দিয়ে এই মিডফিল্ডার জাতীয় দলের সতীর্থ লিওনেল মেসির দলে যোগ দিতে যাচ্ছেন। আর্জেন্টিনার টিওয়াইসি স্পোর্টস ও ইএসপিএনসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

এক প্রতিবেদনে ইএসপিএন জানিয়েছে, আর্জেন্টাইন মিডফিল্ডার স্বল্প সময়ের চুক্তিতে আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি মাসেই অ্যাতলেটিকোর সঙ্গে দর কষাকষি করতে ইন্টার মায়ামির সহ-মালিক জর্জ মাস মাদ্রিদে উড়ে যান। ডি পলকে আনার উদ্দেশ্য ইন্টার মায়ামির মাঝমাঠের শক্তি বৃদ্ধি। যদিও ২০২৬ সালের জুন পর্যন্ত তার সঙ্গে চুক্তি রয়েছে অ্যাতলেটিকোর। এক বছর বাকি থাকতেই ডি পল মাদ্রিদের ক্লাব ছাড়তে যাচ্ছেন।

আরও পড়ুনঃ  কাজ শুধু শিখলেই হবে না, এর মাধ্যমে আত্ননির্ভরশীল হতে হবে-জেলা প্রশাসক

২০২১ সাল থেকে অ্যাতলেটিকোয় খেলছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। অন্যদিকে, মেসি ২০২৩ সালের জুনে মায়ামিতে যোগ দেওয়ার পর ক্লাব এবং লিগের চেহারাও বদলে যায়। রাতারাতি লিগের জনপ্রিয়তা, ক্লাবের অনুসারী, জার্সি ও টিকিট বিক্রিতে ব্যাপক চাহিদা তৈরি হয়। ইতোমধ্যে মেসির ছোঁয়ায় গত মৌসুমের সাপোর্টার্স শিল্ডসহ দুটি ট্রফি জিতেছে ইন্টার মায়ামি। এমনকি এবার প্রথমবার তারা ফিফা ক্লাব বিশ্বকাপেও খেলেছে, উঠেছিল নকআউট পর্বেও।

সংবাদ সংস্থা এপি জানিয়েছে, এই মাসের শেষদিকে মায়ামির জার্সি গায়ে জড়াতে পারেন ডি পল। যদিও তার ফ্লোরিডার ক্লাবটিতে যোগ দেওয়ার সময় ও চুক্তির বিষয়টি এখনও অনিশ্চিত। ফলে যে সূত্রের বরাতে খবরটি এসেছে সেটিও উহ্য রেখেছে এপি। কয়েক সপ্তাহ ধরেই ডি পলের জন্য দর কষাকষি চলছে। এরই মাঝে আবার ইন্টার মায়ামি ও মেসির চুক্তির মেয়াদ বাড়ানো নিয়েও আলোচনা চলছিল। চলতি বছরের ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষ হবে এই আলবিসেলেস্তে তারকার। তবে মায়ামির আশা গোলাপি জার্সিতে তাকে আরও একবছর পাওয়া যাবে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জ জেলার বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

শেষ পর্যন্ত ডি পলের সঙ্গে মায়ামির চুক্তি সইয়ের বিষয়টি চূড়ান্ত হলে মেসি আরও একজন কাছের কাউকে দলে পাবেন। এর আগে তিনি ৩৭ বছর বয়সী সার্জিও বুসকেটস, ৩৮ বছরের লুইস সুয়ারেজ ও ৩৬ বছরের জর্দি আলবার সঙ্গে বার্সেলোনার পর এমএলএসেও দারুণ রসায়ন তৈরি করেছেন। এর মধ্যে মেসি-বুসকেটস ও আলবা লিগের সর্বোচ্চ বেতনধারী ফুটবলারদের শীর্ষ তালিকায় আছেন। মেসি তো রেকর্ড সর্বোচ্চ (বছরে প্রায় ২৪৮ কোটি ৪০ লাখ টাকা) পারিশ্রমিক পান, যা এমএলএসের ২১টি দলের খেলোয়াড়দের সামষ্টিক পারিশ্রমিকের চেয়েও বেশি।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ

আলবা নতুন করে ২০২৭ মৌসুম পর্যন্ত মায়ামির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। কিন্তু বুসকেটস এখনও সেই পথে হাঁটেননি, তিনি যদি ক্লাব ছেড়ে যান স্বাভাবিকভাবেই সেই জায়গা পূরণ করতে পারবেন ডি পল। ২০২১ সালে অ্যাতলেটিকোয় যোগদানের পর থেকে তিনি ক্লাবটির অন্যতম প্রধান তারকায় পরিণত হন। ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার আর্জেন্টিনার হয়ে ২০২২ বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকায় শিরোপা জিতেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।