নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ৪:০৫। ২৮ জুলাই, ২০২৫।


Girl in a jacket

তুরস্কে সাড়ে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড

জুলাই ২৭, ২০২৫ ৭:৪১
Link Copied!

অনলাইন ডেস্ক : তুরস্কের পরিবেশ মন্ত্রণালয় শনিবার জানিয়েছে যে আবহাওয়াবিদরা দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৫০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড রেকর্ড করেছেন। যা একটি জাতীয় রেকর্ড।

ইস্তাম্বুল থেকে এএফপি এ সংবাদ জানিয়েছে।

ইস্তাম্বুলের পরিবেশ মন্ত্রণালয় মন্ত্রণালয় এক্সে এক পোস্টে জানিয়েছে যে শুক্রবার সিলোপিতে রেকর্ড তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে, সারা দেশে ১৩২টি আবহাওয়া কেন্দ্র জুলাই মাসের জন্য রেকর্ড তাপমাত্রা রেকর্ড করেছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ রয়ে গেছে, বলল যুক্তরাষ্ট্র

সিরনাক প্রদেশের সিলোপি, ইরাক ও সিরিয়ার সাথে তুরস্কের সীমান্ত থেকে মাত্র ১০ কিলোমিটার (ছয় মাইল) দূরে অবস্থিত।

২০২৩ সালের আগস্টে তাপমাত্রার পূর্ববর্তী রেকর্ড ছিল ৪৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

দেশটি বর্তমানে তাপপ্রবাহের কবলে রয়েছে এবং বেশ কয়েকটি অঞ্চলে আগুনের সাথে লড়াই করছে। উত্তর কারাবুক প্রদেশে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা চার দিন ধরে লড়াই করছে, যার ফলে বেশ কয়েকজন গ্রামবাসীকে সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  বরুণ ধাওয়ানকে বাড়ি থেকে বের করে দিতে চান স্ত্রী

বুধবার, এসকিসেহির প্রদেশে আগুন লাগার ঘটনায় ১০ জন মারা গেছেন। চলমান তাপপ্রবাহ আরও কয়েকদিন স্থায়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে স্থানীয় কিছু কর্তৃপক্ষকে পানি ব্যবহারে বিধিনিষেধ আরোপে বাধ্য করেছে। এর মধ্যে রয়েছে তুরস্কের পশ্চিম উপকূলের ইজমিরের কাছে অবস্থিত সমুদ্রতটের পর্যটন শহর চেশমেও।

আরও পড়ুনঃ  বাঘায় জলাবদ্ধতা নীরসনে ইউএনও এর উদ্যোগ জনমনে স্বস্তি

প্রতিবেশী গ্রিসও তাপপ্রবাহের শিকার হচ্ছে। তার দেশের বেশ কয়েকটি অংশে আগুনের সাথে লড়াই করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।