নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ৮:৩৩। ৯ সেপ্টেম্বর, ২০২৫।

তৃতীয় লিঙ্গের মানুষের কর্মসংস্থানে কারিগরি প্রশিক্ষণের বিকল্প নেই : সমাজকল্যাণ উপদেষ্টা

সেপ্টেম্বর ৮, ২০২৫ ১১:৫০
Link Copied!

অনলাইন ডেস্ক : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, তৃতীয় লিঙ্গের মানুষের কর্মসংস্থানে কারিগরি প্রশিক্ষণের বিকল্প নেই।

সোমবার তিনি ঢাকার মিরপুরে ইউসেপ কমপ্লেক্সে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, তৃতীয় লিঙ্গের মানুষের কর্মসংস্থান, আত্মমর্যাদা এবং সামাজিক অন্তর্ভুক্তি অর্জনে কারিগরি প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।

তিনি আরো বলেন, ইউসেপ বাংলাদেশের এই উদ্যোগ সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য একটি মাইলফলক। দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের শুধু কর্মসংস্থান নয় বরং মর্যাদা, অন্তর্ভুক্তি এবং জাতীয় অগ্রগতিতে সমান অংশগ্রহণ নিশ্চিত করতে সমাজকল্যাণ মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করেছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুশ পালন

অনুষ্ঠানে ইউসেপ বাংলাদেশের চেয়ারপারসন ড. ওবায়দুর রবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান, ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আবদুল করিম।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থা, সিভিল সোসাইটি প্রতিনিধি, ইউসেপ কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের কমিশন গঠন

উপদেষ্টা বলেন, আমরা সাম্যের স্বপ্ন দেখি, গণতন্ত্রের স্বপ্ন দেখি। ৭১, ৯১, ২৪ এর আন্দোলনে বারবার যেখানে মানুষ স্বপ্নের কথা বলেছে, কিন্তু স্বপ্ন আমরা পূরণ করতে পারিনি, আমরা গণতন্ত্র পাইনি। ২৪ এর আন্দোলন এই দেশের যখন মোড় ঘুরিয়ে দিয়েছে। এখন সময় এসেছে মোড় ঘুরিয়ে দেওয়ার। ৭১ এর পরে আমরা যা পারিনি, ২৪ এর পরে সেটাই করতে হবে।

তিনি বলেন, ২৪ এর চেতনাকে বাস্তবায়নের রূপ দিতে চাই। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। একটি দেশ বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে হলে সেই দেশের মানুষকে মাথা উঁচু করে দাঁড়াতে হয়।

আরও পড়ুনঃ  বিমানবন্দরের রানওয়েতে প্রাকৃতিক কর্ম, ভারতজুড়ে আলোচনা

উপদেষ্টা ইউসেপ কমপ্লেক্সে কর্মসূচির আওতায় পরিচালিত কেয়ারগিভিং, জাপানি ভাষা এবং গ্রাফিক ডিজাইন কোর্স পরিদর্শন করেন এবং ইউসেপ বাংলাদেশের উইমেন্স কর্নারের উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, এ কর্মসূচি শুধু প্রশিক্ষণেই সীমাবদ্ধ নয় বরং অংশগ্রহণকারীদের জন্য মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের পথ উন্মুক্ত করবে।-বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।