নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ১২:৪০। ২৫ মে, ২০২৫।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচ ড্র করল বাংলাদেশ

মে ২৩, ২০২৫ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেও প্রথম চার দিনের ম্যাচে ফলাফল আনতে পারল না বাংলাদেশ ইমার্জিং দল। শেষ পর্যন্ত ড্র করেই সন্তুষ্ট থাকতে হলো স্বাগতিকদের।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩০৮ রান তোলে বাংলাদেশ দল। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে আফ্রিকা দল সংগ্রহ করে ২৪৩ রান।

আরও পড়ুনঃ  রাজশাহীতে মাদক মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

ম্যাচের চতুর্থ দিনে আজ দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৫ রান নিয়ে খেলা শুরু করেছিল বাংলাদেশ। দিনের শুরুতে ফিরেছেন অধিনায়ক শাহাদাত হোসেন দিপু। দলের ৮ রানের মাথায় ৫ বলে ২ রান করে আউট হন তিনি।

আরও পড়ুনঃ  আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন ইশরাক

এরপর আইচ মোল্লাহর সাথে জুটি গড়ার চেষ্টা করেন আরিফুল ইসলাম। কিন্তু আইচও বেশিক্ষণ টিকতে পারেননি। ৩২ বলে ১১ রান করেছেন তিনি। অন্যদিকে আরিফুল খেলেন ৬৩ বলে ১৪ রানের ইনিংস।

শেষ দিকে দলের হাল ধরেন প্রীতম কুমার এবং মইন খান। ৭৩ বলে ২১ রান করে অপরাজিত ছিলেন প্রীতম। মইন টিকে ছিলেন ৪৪ বলে ১৮ রান করে। বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ৮৩ রান তোলার পর দুই দলের অধিনায়ক ড্র মেনে নেন।

আরও পড়ুনঃ  খন্দকার মোশাররফের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল যমুনায়

সিরিজের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে আগামী ২৭ মে থেকে। এই ম্যাচটি হবে মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।