অনলাইন ডেস্ক : ৬০ রানে আট উইকেট হারিয়ে ধুঁকছে দল। এমন কোণঠাসা পরিস্থিতিতে উইকেটে গিয়ে মারকাটারি ব্যাটিংয়ে ইতিহাস গড়লেন মার্চেন্ট ডি ল্যাঙ্গে। তার মূল কাজ বোলিং।
কিন্তু গ্ল্যামারগনের এ দক্ষিণ আফ্রিকান পেসার রেকর্ড গড়লেন ব্যাট হাতে। ইংলিশ কাউন্টি ক্লাবের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি উপহার দিলেন দশ নম্বরে ব্যাট করতে নেমে। বব উইলিস ট্রফিতে নর্দাম্পটনশায়ারের বিপক্ষে পাঁচদিনের ম্যাচের চতুর্থদিন সোমবার এ কীর্তি গড়েছেন ডি ল্যাঙ্গে। দলের দ্বিতীয় ইনিংসে দশে নেমে সেঞ্চুরি করেছেন মাত্র ৬২ বলে!
প্রথম ইনিংসে ৭৩ রানে পিছিয়ে থাকা গ্ল্যামারগন দ্বিতীয় ইনিংসে ৬০ রানে হারিয়েছিল আট উইকেট। ইনিংস হারের শঙ্কা সঙ্গে নিয়ে ক্রিজে নেমে পাল্টা আক্রমণে পাশার দান উল্টে দেন ডি ল্যাঙ্গে।
ড্যান ডাউথওয়েটকে সঙ্গে নিয়ে নবম উইকেটে গড়েন ১১৮ বলে ১৬৮ রানের টর্নেডো জুটি। শেষ পর্যন্ত ২৬১ রানে থামে গ্ল্যামারগন। ৭৮ বলে ১১৩ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি টেস্ট, চারটি ওয়ানডে ও ছয়টি টি ২০ খেলা ডি ল্যাঙ্গে। তার রেকর্ডরাঙা ইনিংসটি সাজানো ছয়টি চার ও নয়টি ছয়ে। ব্যাট হাতে ঝড় তোলার আগে বোলিংয়েও চার উইকেট নেন ডি ল্যাঙ্গে।