নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। সকাল ৯:১০। ২৬ মে, ২০২৫।

দীপিকাকে বাদ দিয়ে নতুন মুখ পেলেন পরিচালক

মে ২৫, ২০২৫ ৯:৩৯
Link Copied!

অনলাইন ডেস্ক : প্রভাস-অভিনীত ‘স্পিরিট’ সিনেমা থেকে দীপিকা পাড়ুকোন সরে দাঁড়ানোর জল্পনা জোরদার হওয়ার পর, এবার ছবির নির্মাতারা খুঁজে পেলেন নতুন মুখ। ‘অ্যানিম্যাল’ ও ‘কবির সিং’-এর পরিচালক সন্দীপ রেড্ডি বাঙ্গার এই বহুল প্রতীক্ষিত ছবিতে এবার মুখ্য ভূমিকায় দেখা যাবে তৃপ্তি দিমরিকে।

শনিবার নিজের ইনস্টাগ্রামে ছবির একটি পোস্টার শেয়ার করে ‘স্পিরিট’-এ নিজের উপস্থিতির কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তৃপ্তি। তিনি লেখেন, ‘এখনও বিশ্বাস হচ্ছে না… এই যাত্রার অংশ হতে পেরে কৃতজ্ঞ। ধন্যবাদ সন্দীপ রেড্ডি বাঙ্গা, আমি গর্বিত।’

আরও পড়ুনঃ  বনি-কৌশানীর প্রেমময় বালি ভ্রমণ

পরিচালক সন্দীপ রেড্ডি বাঙ্গাও সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন তৃপ্তিকে। তিনি লিখেছেন, ‘আমার ছবির প্রধান নারী চরিত্র এখন অফিসিয়ালি ঘোষিত।’

এই প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন প্রভাস ও তৃপ্তি। তাদের জুটি নিয়ে ইতোমধ্যেই দর্শকমহলে আগ্রহ তুঙ্গে। পাশাপাশি, এটি তৃপ্তির দ্বিতীয় ছবি পরিচালক সন্দীপ রেড্ডি বাঙ্গা, প্রযোজক ভূষণ কুমার এবং প্রণয় রেড্ডি বাঙ্গার সঙ্গে। এর আগে তারা একসঙ্গে কাজ করেছেন সুপারহিট ছবি ‘অ্যানিম্যাল’-এ, যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন রণবীর কাপুর।

আরও পড়ুনঃ  জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে: নজরুল ইসলাম খান

কিছুদিন আগেই প্রকাশ্যে আসে খবর, দীপিকা পাড়ুকোন ‘স্পিরিট’ থেকে বেরিয়ে গিয়েছেন। সূত্রের খবর, অভিনেত্রীর বেশ কিছু শর্ত—যেমন দিনে সর্বোচ্চ আট ঘণ্টা কাজ, মোটা অঙ্কের পারিশ্রমিক এবং ছবির লাভের একটি শতাংশ দাবি। আর এতেই পরিচালকের সঙ্গে মতবিরোধ তৈরি হয়। সদ্য মা হওয়া দীপিকা এখন নাকি কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রাখতেই কম সময় কাজ করতে চাইছেন। আর সেই কারণেই তিনি এই প্রকল্প থেকে সরে আসেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।