অনলাইন ডেস্ক : চট্টগ্রামে চার পাণ্ডব তামিম, সাকিব, মুশফিক ও মাহমুদুল্লাহর ফিফটিতে ২৯৭ রান তুলেছে বাংলাদেশ। জবাব দিতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়েছে সফরকারীরা। ওয়েস্ট ইন্ডিজ ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৩০ রান তুলেছে।
ক্রিজে আছেন এনকুরুমা বোনার ও কাইল মায়ার্স। ওপেনার কেজর্ন ওটলি ১ রান করে মুস্তাফিজের প্রথম ওভারেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন।এরপর সুনীল অ্যামব্রিস ১৩ রান করে ফিজের বলে লেগ বিফোর হন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দেশের হয়ে ৬৪ রানের ইনিংস খেলেন অধিনায়ক তামিম ইকবাল। নিষেধাজ্ঞা মুক্ত সাকিব নিজের তৃতীয় ম্যাচে দেখা পান ফিফটির। তিনি খেলেন ৫১ রানের ইনিংস। এছাড়া পাঁচে ও ছয়ে নেমে মুশফিক ও মাহমুদুল্লাহ খেলেন ৬৪ রানের ইনিংস।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে আলজারি জোসেপ ও রেমন রেইফার দুটি করে উইকেট নেন। ১০ ওভার করে হাত ঘুরিয়ে তারা যথাক্রমে ৪৮ ও ৬১ রান খরচা করেন। কাইল মায়ার্স নেন একটি উইকেট। মিরপুরে ঘূর্ণি তোলা তরুণ বাঁ-হাতি স্পিনার আকিল হোসেন অবশ্য চট্টগ্রামে কোন উইকেট পাননি।